অনলাইন ক্লাস এবং আজকের ছাত্রছাত্রীরা। আপনার সন্তানের মানসিক দিকটা একটু ভেবে দেখেছেন কি? | Social Awareness | Bidhan Saha

বর্তমানে করোনা আবহে প্রায় গোটা একটা বছর আমরা প্রত্যেকেই ঘরবন্দি অবস্থায় ছিলাম। এই ঘরবন্দি অবস্থায় থেকেই আমরা ছোটো থেকে বড়ো সকলেই অনলাইনে নিজেদের কাজ, পড়াশোনা সম্পন্ন করছি। এখন অবশ্য এই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে, তবে কর্মক্ষেত্রগুলো খুলে গেলেও স্কুল-কলেজ এখনও সেভাবে চালু হয়নি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আবার একটা করোনার নতুন ঢেউ আমাদের দিকে আছড়ে আসছে। এইভাবে আরও কতদিন ছোটো ছাত্রছাত্রীদের ঘরবন্দি হয়ে থাকতে হবে কেউ বলতে পারছে না। তবে আপনারা কি ভেবে দেখেছেন, এই ঘরবন্দি অবস্থায় ছাত্রছাত্রীদের কি মানসিক অবস্থা?

যারা দিনের প্রায় ৫-৬ ঘন্টা স্কুলে বন্ধু-বান্ধবীদের সাথে কাটাতো তারা কিন্তু এখন সারাদিন বড়োদের মাঝে, বুড়োদের মাঝে আটকে আছে। স্কুলে এরাই দৌড়াদৌড়ি, মাটি মাখামাখি করতো। এদিকে করোনার ভয়ে আপনি তাকে বাইরে খেলতে যেতেও দিচ্ছেন না। কতক্ষণ আর কার্টুন দেখতে ভালোলাগে বলুন তো!

rain-gce051fda3_1920_0.jpg

• অন্য দিকে অনলাইন ক্লাস। আমরা যারা বড়োরা আছি তারাই কিছুক্ষণ ফোন ঘাটার পর আর ভালোলাগে না। সেখানে বাচ্চাদের প্রায় ৩০-৪০ মিনিটের এক একটা অনলাইন ক্লাস চলে। তাদের ওই ফোনের বা ল্যাপটপেরে সামনের বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। হয়তো আপনার মনে হতে পারে যে, তাহলে কি করবো!

girl-g4e6601b18_1920_0.jpg

• আপনার বাচ্চা সাথে বাচ্চার মতো ব্যবহার করুন। বাড়ির বড়োরা বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো মিশুন। আপনার বাচ্চাকে আপনার সাথে ঘরোয়া কাজে যুক্ত করুন। আপনি যে কাজ করছেন সেই কাজে তাকে সাহায্য করতে বলুন। তাকে আস্তে আস্তে করে পারিবারিক জীবনকে উপভোগ করতে শেখান। 

mother-gbbed00a96_1920_0.jpg

বাচ্চা মন খুব কোমল তাই খুব যত্নের সাথে তার খেয়াল রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। 

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll