মুখের ত্বকে কালো ভাব দূর করে উজ্জ্বলতা আনতে স্নানের আগে এই ঘরোয়া প্যাক ব্যবহার করে দেখুন
মুখে কালচে ছো বা কালচে দাগের সমস্যা অনেকেরই থাকে। বাজার চলতি বিভিন্ন পণ্য ব্যবহার করেও অনেক সময় উপকার পাওয়া যায় না। আবার বেশিরভাগ ক্ষেত্রে সেগুলির দাম এত বেশি হয় যে সব সময় কেনা হয়ে ওঠেনা। কিন্তু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেই মুখের কালো দাগ সম্পূর্ণভাবে দূর করা সম্ভব। শুধু স্নানের আগে নিয়ম করে এই প্যাক লাগাতে হবে প্রতিদিন।
এক চামচ মত টক দই, তাতে কিছুটা এলোভেরা জেল, এক চামচ বেসন এবং এক চিমটে হলুদ। রান্না করা হলুদ হলেও হবে আবার কস্তুরী হলুদ হলে পরিমাণটা আরো কিছুটা কমাতে হবে। যদি কারো শুকনো ত্বকের সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে এক চামচ মধু মিশিয়ে নিতে পারেন। এবার পুরো মিশ্রণটিকে ভালোভাবে লাগিয়ে মুখের মধ্যে রেখে দিতে হবে মিনিট ১৫ মত। প্রতিদিন না হোক অন্তত সপ্তাহে চার দিন স্নানের আগে অথবা সূর্য ডুবে গেলে এই প্যাক ব্যবহার করলে ফল পাবে হাতে নাতে।
সুস্থ থাকুন সুস্থ রাখুন।
এ ব্যাপারে আরও বিশদে জানতে নিচের লিঙ্কটি ক্লিক করুন। সেই সঙ্গে আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret-কে সাবস্ক্রাইব করুন।