নারী ও পুরুষ সব ধরনের ত্বকের জন্য একটাই ঘরোয়া ক্রিম

 শীতকাল এলেই আমাদের ত্বকের পরিচর্যা স্বাভাবিকভাবেই একটু বেড়ে যায়। ত্বকের পরিচর্যা বলতে কিন্তু শুধুমাত্র মুখ নয়, গা হাতের অর্থাৎ আমাদের শরীরের সর্বত্র ত্বকের পরিচর্যার কথাই বলা হয়। তবে আজ যে পরিচর্যার কথাগুলো তা কিন্তু আমাদের ত্বকের একটা আলাদা উজ্জ্বলতা আনে। ছোট্ট কিছু কিছু জিনিস যার মধ্যে লুকিয়ে রয়েছে ম্যাজিক। একদম ঘরোয়া একটি প্যাক। যা আমাদের ত্বকে আনবে ম্যাজিকের মত জেল্লা।

Get Your Skin Winter Ready with these Winter Skin Care Routine - Araah ...

 শীতকালে আমাদের ত্বক যেহেতু খুব তাড়াতাড়ি শুকনো খসখসে হয়ে যায়। তাই ত্বকের একটা যে উজ্জ্বল বা প্রাণ সেটা যেন হারিয়ে যায়। আজকে যে প্যাকের কথা আমরা বলবো তা আমাদের ত্বকে শুধু জেল্লা আনবে তা নয়। আমাদের ত্বক অনেকটা মসৃনও করে দেবে। বা যারা একটু ফর্সা হতে চান তাদের জন্য কিন্তু এটা খুব ভালো।  স্নানের আগে  এটা ব্যবহার করা যেতে পারে।

Winter Skin Survival Guide: 12 Top Tips for Healthy Skin – Mission C

এবার বলি কি কি লাগবে। উপকরণের লিস্টটা একটু লম্বা তাই একটু মন দিয়ে দেখতে হবে। প্রথমে যেটা লাগবে সেটা হল দু'চামচ বেসন, দু'চামচ নেবে মুলতানি মাটি, দু চামচ নেবে চালের গুঁড়ো, দু চামচ অরেঞ্জ পিল পাউডার। এটা বাজার থেকেও কিনে নিতে পারো আবার বাড়িতে কমলা লেবু খেয়ে সেই খোসাটা জমিয়ে রেখে রোদে শুকনো করে গুঁড়িয়ে নিতে পারো। লাগবে দু চামচ মসুর ডালের গুঁড়ো, এক চামচ নিম পাউডার, এক চামচ কফি পাউডার, এক চামচ হলুদ গুঁড়ো। এই সবগুলো ভীষণ ঘরোয়া উপকরণ। একটা দুটো হয়তো কিনতে হতে পারে। সমস্ত গুড়োগুলো একটা বড় পাত্রে মিশিয়ে নিতে হবে তারপর একটা বড় কাঁচের কৌটোতে তুলে রেখে দেবে। কোনরকম জলের ব্যবহার করবে না। এবার যখন স্নান করবে তখন একটা ছোট বাটিতে নৈবে সঙ্গে  প্রয়োজন মত দুধ নেবে। যাদের দুধে সমস্যা রয়েছে তারা দই নিতে পারো। তারপর এই প্যাক তৈরি হলে মুখে গলায় শরীরের যেখানে খোলা অংশ রয়েছে সব জায়গায় লাগিয়ে নেবে। পুরো জিনিসটা মাখার পর পাঁচ মিনিট ধরে মেসেজ করতে হবে। তারপর কিছুক্ষণ রেখে স্নান করে নেবে। যদি প্রত্যেকদিন মনে হয় তাহলে প্রত্যেকদিনই এটা করতে পারেন। দারুন একটা ফলাফল চোখে পড়বে কয়েকদিনের ব্যবহারের মধ্যেই।  ত্বকের হারিয়ে যাওয়া গ্লো তো ফিরে আসবেই সেই সঙ্গে ত্বকটা অনেকটা মোলায়েম হবে। করে দেখো বন্ধুরা।

7 Homemade Besan Face Packs For Glowing Skin - lifeberrys.com

 এ ব্যাপারে বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion।
 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll