আপনি কি মেকআপ তুলতে ভুলে যান? সেটা কতটা মারাত্মক ক্ষতিকর জেনে নিন। | Health & Beauty Tips | Jinia De |

আমরা ঘুড়তে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে ছোটো থেকে বড়ো সবাই এখন মেকআপ করি। কিন্তু বাড়ি ফিরে আমরা একতো ক্লান্ত হয়ে পরি যে, আমাদের মেকআপ তুলতে আর ভালো লাগে না। অথবা যারা রোজ মেকআপ করেন, তাদের রোজদিন ফিরে হয়তো আর মেকআপ তুলতে ভালোলাগে না। কিন্তু মেকআপ না তুললে আমাদের ত্বকের কতটা ক্ষতি হতে পারে আমরা অনেকেই জানিনা। আমরা অনেকেই ভাবি যে, আমরা তো দামী মেকআপ ব্যবহার করি, আমার কিছু হবে না। আসুন আজকে এই বিষয়ে জানবো।

cosmetics-g4d2e1d77f_1920_0.jpg

• মেকআপ না তুললে মেকআপ করার পর আমাদের ত্বকটা তেলতেলে হয়ে যায়। ফলে ময়লা, ধুলো-বালি, দূষণ সব তাতে ধরে নেয়। আস্তে আস্তে এগুলো থেকেই ত্বকের নানা রকম সমস্যা দেখা দেয়।

• চোখের কাজল বা আই লাইনার ভালো করে পরিষ্কার করুন। নাহলে সেখানে ময়লা, ধুলো জমে জমে চোখের পাতা ঝরে পড়ে এবং চোখে ছোটো ছোটো ফুসকুড়ি হয় আর সেটা বড়ো আঁকার নিতে পারে।

woman-gf62cae2f2_1920_0.jpg

• কিভাবে মেকআপ তুলবেন:

১) নারকেল তেল বা অলিভ তেল দিতে তুলোর সাহায্য মুখের মেকআপ তুলুন।

olive-oil-g16e56829c_1920_0.jpg

২) ক্লিনজার, টোনার বা মেকআপ রিমুভর দিয়ে ভালো করে মুখের মেকআপ তুলুন। অনেক সময় এই পদ্ধতিতে মেকআপ তুললেও, কিছুটা মেকআপ থেকে যায় ত্বকে। তখন তুলো বা সুতির কাপড় জলে ভিজিয়ে মুখের মেকআপ তুলুন।

• মেকআপ তোলার পর টোনার লাগিয়ে তারপর নাইট ক্রিম লাগিয়ে নিন। চোখের জায়গাটা ভালো করে পরিষ্কার করুন।

cream-g6424d785f_1920_0.jpg

ত্বকের যত্ন নিন আর সুন্দর হয়ে উঠুন ভিতর থেকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। 

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll