আপনি কি বর্তমান ছেড়ে সব সময় ভবিষ্যতের কথা ভাবেন? | মনোবিদ কি বলছেন | Mental Health Awareness | Dr. Kedar Ranjan Banerjee |

আমরা জীবনে এগিয়ে চলার সময় বর্তমানের থেকে ভবিষ্যতকে নিয়ে বেশি ভাবি। আর শুধু তাই নয়, বর্তমানের কথা প্রায় ভুলেই যাই আমরা। কেউ কেউ তো ভবিষ্যত কেমন হবে সেই নিয়ে আতঙ্কে থাকেন। আজকে এমনি একজন বুড়ো জ্যোতিষীর গল্প শুনবো।

tarot-ga7a0e900d_1920_0.jpg

• এক গ্রামে একজন বুড়ো জ্যোতিষী ছিলেন। তার অনেক কথা মিলতো আবার অনেক কথা মিলতো না। ফলে যাদের ক্ষেত্রে তার ভবিষ্যতবাণী মিলতো তারা তাকে মাথায় করে রাখতো। অন্যদিকে যাদের ক্ষেত্রে তার কথা ফলতো না তারা তাকে ভন্ড মনে করত। এভাবেই দিন কাটছিলো আর জ্যোতিষী আকাশের তারা দেখে ভবিষ্যৎ বিচার করতো। ফলে একদিন রাতে আলের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আকাশের তারা দেখছিলো আর ভবিষ্যৎ গণনা করছিলো। এই সময় সে খেয়াল করেনি যে, সামনে পুকুর। ওই ভাবে আকাশের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে সে ওই পুকুরে পড়ে গেলো। এমন সময় গ্রামেরই এক চাষী বলে উঠলো সমস্ত ব্যাপার দেখে যে, জ্যোতিষী ভবিষ্যৎ গণনা করতে করতে বর্তমানে কি আছে ভুলে গেলো।

dementia-ga2e8f73f9_1920_0.jpg

• আমরা বেশিরভাগ মানুষই কিন্তু ওই জ্যোতিষীটার মতোই। যে শুধুই ভবিষ্যতের কথা ভাবে বর্তমানের পরোয়া না করে। সুস্থ থাকুন, ভালো থাকুন।

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll