বছরে একবার PSA রক্ত পরীক্ষা করান। কেন করাবেন সেটা সঠিকভাবে জেনে নিন। | Prostate Specific Antigen | Dr. Amit Ghosh |

মানুষের শরীর একটা জটিল বস্তু যেটা বিভিন্ন অঙ্গ-প্রত্যাঙ্গ এবং বিভিন্ন উপাদান দিয়ে তৈরী হয়। বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এই শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। তাই বয়স বৃদ্ধির সাথে আমাদের উচিৎ নিয়মিত কিছু পরীক্ষা করা উচিৎ, নিয়মিত কিছু চেক আপ করা উচিৎ। এই রকমই একটা পরীক্ষা হলো PSA পরীক্ষা। এটা একটা আপেক্ষিকভাবে নতুন পরীক্ষা তবে এখন সেটা পুরনো হয়ে গেছে। এখন হয়তো অনেকেই এই পরীক্ষার কথা জানেন, এটা একটা রক্ত পরীক্ষা। য়ার পুরো নাম হলো, Prostate Specific Antigen।

guy-g85bee8ba8_1920_0.jpg

• আগেকার দিনে মনে করা হত যে, যাদের PSA আছে তাদের ক্যান্সার আছে। PSA হলো ক্যান্সারের একটা চিহ্ন। এক্ষেত্রে Prostate গ্রন্থি তৈরী হয় আমাদের শরীরে। তবে পরবর্তী কালে এটা বোঝা গেছে যে, prostate বাড়ে শুধু ক্যান্সার হলে নয় আরও অন্য কারণেও হয়। তবে বেশি বাড়ে prostate ক্যান্সার হলে। পঞ্চাশের বেশি বয়স যাদের হয়ে গেছে উচিৎ PSA পরীক্ষা করা প্রতি বছর। কারণ যদি PSA ক্যান্সার হয় তাহলে কিন্তু প্রাথমিক পর্যায় কোনো লক্ষণ ধরা পড়ে না। যখন ধরা পড়ে তখন কিন্তু আর সময় দেয়না ক্যান্সার নিরাময় করার।

cancer-g93f85d718_1920_0.jpg

• প্রথম প্রথম যদি Prostate বেশি হয় তাহলে চিকিৎসকেরা MRI করে এবং বায়োস্পসির মাধ্যমে ক্যান্সার হয়েছে কিনা সেটা নির্ধারণ করেন। প্রথমবারে যদি PSA যদি অনেক বেশি হয় অর্থাৎ যেটা ৪ হওয়ার কথা সেটা ৪০ বা ৪০০ হয়েছে তাহলে বুঝবেন যে, Prostate ক্যান্সার হয়েছে এবং সেটা বেশ ছড়িয়েও পড়েছে। যদি PSA ক্যান্সার হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই। নিয়মিত ওষুধ খান, হরমোনের ইনজেকশন দিয়ে, স্বাভাবিক জীবন-যাপন করা যায়। প্রথম পর্যায় ধরা পড়লে রোবোটিক সার্জারি করে সারিয়ে তোলা যায়। দেরি করে ধরা পড়লে হরমোনের ইনজেকশন দিয়ে নিয়ন্ত্রণ করা যায়।

testicles-g0be9d73a1_1920_0.jpg

• Prostate ক্যান্সার ধরা পড়লে আরও জানুন তার সম্পর্কে। চেষ্টা করুন পঞ্চাশ বছর পার হলেই নিয়মিত পরীক্ষা করান। যদি ক্যান্সার ধরা পড়ার পর তাকে বাড়তে দেন তাহলে কিন্তু সেটা আপনার হাড়ে ছড়িয়ে পড়বে, আপনার মেরুদণ্ডে ছড়িয়ে পড়বে আবার মস্তিষ্কে ছড়িয়ে পড়ে আপনাকে সম্পূর্ণ বিকলাঙ্গ করতে পারে। তাই আগে থেকে সাবধান হোন, সতর্ক হোন। সুস্থ থাকুন, ভালো থাকুন।

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll