ট্রোভান্ট বা জীবন্ত পাথর, হাঁটাচলা করে একেবারে মানুষের মত, শুধু তাই নয়, আকারেও বাড়ে

 আমাদের এই বিশ্বে কত অজানা বিষয় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার কতটুকু সম্পর্কেই বা আমরা খোঁজ  পাই। রোমানিয়াতে সদ্য খোঁজ মিলেছে এমন একটি পাথরের যা মানুষের মতো চলাফেরা করতে পারে। এখন ভাবছেন তা কি করে সম্ভব? পাথর অথচ চলাফেরা করে মানুষের মত! আজ্ঞে হ্যাঁ। শুধু তাই নয় আয়তনেও বাড়ে এই পাথর।  সেই কারণে বিজ্ঞানীরা এই পাথরের নাম দিয়েছে জীবন্ত পাথর। যদিও বিজ্ঞানের পরিভাষায় এর নাম ট্রোভান্ট।

stones-ge6dde2bb1_1920_0.jpg

 1990-তে রোমানিয়াতে জিওলজিস্ট ডি এম মার্গোকি এই পাথরের প্রথম বর্ণনা দিয়েছিলেন। তার লেখা টার্শিয়ারি ওল্টিনয়া গ্রন্থে বর্ণনা রয়েছে এই পাথরের। তবে এই জিওলজিস্ট এই পাথরের আবিষ্কারক নন। বরং রোমানিয়ানরা বিশ্বাস করেন এই পাথর  দৈব পাথর। যার নিজস্ব প্রাণ রয়েছে। সেই কারণেই এটি আকারে বৃদ্ধি পায় এবং চলাফেরা করতে পারে প্রাণীর মতো। সেই কারণে তারা এই পাথরে বিভিন্ন দেবদেবীর মূর্তির রূপ দিয়েছে।

woman-g15eeb41f5_1920_0.jpg

এই পাথর জলের সংস্পর্শে এলেই রাসায়নিক বিক্রিয়া করে শাখা-প্রশাখা বিস্তার করে। এই ভাবেই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে এই ট্রোভান্ট বা জীবন্ত পাথর।  তবে কিছু ক্ষেত্রে এই গবেষণার পরিষ্কার ধারণা দেওয়া সম্ভব হয়নি। কেমন লাগলো আমাদের জানান। সুস্থ থাকুন, ভালো থাকুন।

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion News Time চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll