খবরের কাগজে (Printed) খাবার কটা বিপজ্জনক? |Social Awareness | Bidhan Saha |

রাস্তায় দাঁড়িয়ে রাস্তার খাবার খাওয়া, গরম তেলে ভাজা, মুড়ি-চানাচুর আরও কত রকমের খাবার আমরা খেয়ে থাকি। এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরা অনেকেই জানিনা যে, খবরের কাগজের যে কালি তা আমাদের কতটা ক্ষতি করতে পারে!

WhatsApp Image 2022-12-15 at 7.50.18 PM_0.jpeg

• খবরের কাগজের যে কালি সেই কালি গরমে খাবারের সাথে মিশে যায় বিভিন্ন রাসায়নিক দ্রব্য। আপনি যদি খবরের কাগজে করে গরম ডাল, চাটনি বা সাম্বার নিয়ে আসেন এবং কিছুক্ষণ রাখেন তাহলে ততক্ষনে সেই কালির রাসায়নিক দ্রব্য মিশে যায় খাবারে। আর এই খাবার শরীরের জন্যে ভীষণ ক্ষতিকর আপনি হয়তো ভাবছেন যে, সপ্তাহে একবার খাচ্ছি। কিন্তু দীর্ঘদিন ধরে খেতে খেতে আপনার শরীর খারাপ হতে পারে। আমরা বড়ো বড়ো রোগকে নিয়ে আলোচনা করি কিন্তু ছোটো ছোটো কারণ গুলো যেগুলো এই বড়ো বড়ো রোগকে জন্ম দেয় তাদের এড়িয়ে যাই। 

woman-gd6251b275_1920_0.jpg

সুস্থ থাকুন, ভালো থাকুন। 

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll