শুধু কি দেখতে ভালো হলেই ভালোবাসতে হয়? এটাই কি একমাত্র কারণ। | মনোবিদ কি বলছেন | Mental Health Awareness | Dr. Jayita Saha |

আমাদের মধ্যেই এমন অনেক মানুষ আছেন যাদের নার্সিসিস্টিক ডিসর্ডার আছে। এই ধরণের মানুষেরা নিজেদের খুব ভালোবাসে। নিজেদেরকেই ভীষণ সুন্দর বলে মনে করেন। আর এরাই মানুষকে ছোটো করেন সব সময়। এই ধরণের মানুষদের সাথে সম্পর্কে গেলে কি কি ধরণের সমস্যা হতে পারে সেই বিষয় আজকে আমরা কথা বলবো।

hat-g6f48893f8_1920_0.jpg

• একটি মেয়ে তার প্রেমিকের সাথে সম্পর্কগত সমস্যা নিয়ে আসে। তার সম্পর্কের ইতিহাস নিয়ে জানা যায় যে, ক্লাসের সবচেয়ে সুন্দর ছেলেটি তাকে প্রপোস করে। ফলে মেয়েটিও ভীষণ খুশি হয়। এরপর শুরু হয় সম্পর্কের হনিমুন পর্যয়া। এই সময় ছেলেটি মেয়েটিকে ভালো ভালো কথা বলে। প্রথম প্রথম ভীষণ সুন্দর একটা সম্পর্ক তৈরী হয়। এরপরে আসে Belittled পর্যায়। এই সময় আস্তে আস্তে ছেলেটি মেয়েটিকে ছোটো করতে শুরু করে। তোমার চুলটা কেমন, গায়ের রংটা চাপা, আমার বাড়ি থেকে তোমায় মেনে নেবে না ইত্যাদি ইত্যাদি। এরপরে আসে আবানডেন্সমেন্ট। এক্ষেত্রে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার হুমকি আসে শুধু। কিছু বললেই ছেলেটি বলতো আমি তোমায় ছেড়ে দেবো। এভাবে মেয়েটি একদিন বেরিয়ে আসে সম্পর্কটা থেকে।

woman-g9fdade18a_1920_0.jpg

• এই ধরণের সম্পর্কে এই পর্যয়াগুলো চক্রাকারে ঘুরতে থাকে। আপনি সম্পর্কে থাকবেন কি থাকবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার কিন্তু এই চক্রকার সম্পর্ক আপনাকে সম্পূর্ণভাবে মানসিকদিক থেকে নষ্ট করে ফেলবে। দরকার হলে মনোবিদের পরামর্শ নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন। 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll