শিশুদের বেড়ে ওঠায় দাদু ও দিদার সাথে সম্পর্ক কতটা জরুরী, জানেন কি? | Social Awareness | Bidhan Saha |

ছোট শিশুদের বেড়ে ওঠার জন্যে বাবা-মা'র সাথে সাথে দাদু দিদার স্নেহ, ভালোবাসা দরকার হয়। কিন্তু বর্তমান সময়ে আমাদের একান্নবর্তী পরিবার ভেঙে যাচ্ছে এবং তৈরী হচ্ছে বাবা-মা আর সন্তানের একার সংসার। এখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, বাবা-মা দুজনেই কাজ করেন যার ফলে বাচ্চাকে সময় দেওয়ার সময় হয়না। বাবা-মা'রা বাচ্চাকে ভোলানোর জন্যে হাতে একটা করে ফোন ধরিয়ে দেন। শিশু ইচ্ছে মতন মোবাইলে নানান চ্যানেল দেখতে শুরু করে। লক্ষ্য করে দেখবেন যে, বাচ্চাদের বেশিরভাগ মোবাইল গেম হিংসাত্বক। তাই সেটা ক্রমশঃ বাচ্চাদের মধ্যে একটা ছিনিয়ে নেওয়া মনোভাব তৈরী করে। এই শিশুকালটা যদি বাড়ির বয়স্ক মানুষদের সঙ্গে কাটে তাহলে কিন্তু তাদের মধ্যে অন্যরকম মানসিকতা তৈরী হয়।

cute-gcfcf144e1_1920_0.jpg

• আমাদের ছোটবেলায় আমরা আমাদের দাদু দিদার কাছে গল্প শুনে বড়ো হয়েছি। রূপকথার গল্প, পশু-পাখির গল্প শুনেছি। এই গল্প গুলো আমাদের মধ্যে জীবনকে অন্যভাবে দেখতে শেখায়। রূপকথার গল্প শুনে আমাদের মধ্যে যে কল্পনার জগৎ তৈরী হয়। আমরা আস্তে আস্তে একটা রূপকথার জগৎ তৈরী করে ফেলি। এই গল্পগুলোই আমাদের জীবনের পথে দৃঢ়ভাবে চলতে শেখায়।

grandpa-g2ed77ccaf_1920_0.jpg

• দুটো আলাদা প্রজন্ম, একটা প্রজন্ম প্রায় শেষের দিকে আর একটা প্রজন্ম শুরুর পথে। এই দুটো প্রজন্ম যখন মিলেমিশে থাকে তখন বয়স্ক প্রজন্ম ওই নবীন প্রজন্মকে জীবন বোধ শেখায়। একটা প্রজন্ম আরেকটা প্রজন্মকে সামনের দিকে এগিয়ে দেয়। দাদু-দিদার সান্নিধ্যে বেড়ে ওঠা বাচ্চাদের ভালোবাসা, পরিবার বোধ এবং এক সঙ্গে থাকার একটা আগ্রহ বাড়ে। আমরা এখন যতই অ্যানিমেশনের গল্প দেখিনা কেন, দাদু-দিদার মুখে গল্প শোনায় আলাদাই মজা। তাই নিজেদের সন্তানদের দাদু-দিদার সান্নিধ্যে রাখুন। তাদেরকে একটা কল্পনার জগতে ভালোবেসে বড়ো হতে দিন।

সুস্থ থাকুন, ভালো থাকুন। 

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll