অত্যাধিক টিভি দেখা বা মিডিয়ার ব্যবহার আপনার সন্তানের কতটা ক্ষতি করছে জানেন কি? | মনোবিদ কি বলছেন | Mental Health Awareness | Dr. Tanmoy Mitra |

বর্তমানে মোবাইল ফোন আমাদের কম-বেশি সকলের কাছেই আছে। আর টিভিতে ক্যাবল কানেকশন নেই এমন বাড়ি হয়তো এখন খুঁজে পাওয়া দুষ্কর। কারণ আমরা এখন এতোই আধুনিক যে এই দুটি ছাড়া আমাদের পক্ষে বেঁচে থাকা প্রায় অসম্ভব। এক্ষেত্রে দেখা যায় যে, বাড়িতে যে বাচ্চা আছে সে সারদিন ওই টিভিতে কার্টুন বা চলচ্চিত্র দেখেই সময় কাটাচ্ছে। অথবা মা'য়ের বা বাবার ফোন ঘেঁটেই তার দিনের বেশিরভাগ সময় পাওয়া কেটে যাচ্ছে। কিন্তু জানেন কি, এটা আপনার সন্তানের কতটা ক্ষতি করতে পারে! বা আপনার সন্তানকের কতটা হিংসাত্বক করে তুলতে পারে! জেনে নিন মনোবিদ কি বলছেন। 

children-g1b95a6b1f_1920_0.jpg

• মনোবিদের কাছে আসা শিশুদের সাথে কথা বলে দেখা যায় যে, তাদের সারাদিনের বেশ ক্ষনিকটা সময় টিভি দেখে কাটে। শুধু টিভি নয়, মোবাইল দেখেও অনেক বাচ্চা সারাদিন কাটিয়ে দেয়। এই বাচ্চারা টিভিতে কি দেখে, কার্টুন কিন্তু এই কার্টুন ছাড়া অন্য কি! যারা একটু কিশোর বয়সী তাদের মধ্যে দেখা যায় কার্টুন ছাড়া হিংসাত্বক বিষয়বস্তু টিভিতে দেখার প্রবণতা বাড়ে। এটা কোনো চলচ্চিত্র হতে পারে বা অন্য কোনো ভাবেও এই হিংসাত্বক বিষয়বস্তু দেখানো হতে পারে। অনেক সময় দেখা যায় যে, এই কার্টুনেও হিংসাত্বক বিষয়বস্তু দেখানো হয়। পরীক্ষা করে দেখা গেছে যে, বাচ্চারা যত বেশি হিংসাত্বক জিনিস দেখবে তত তার মধ্যে মুখে মুখে তর্ক করার প্রবণতা বাড়বে। এরপর আস্তে আস্তে প্রতিবাদী আচরণ তার মধ্যে দেখা যাবে এবং বাচ্চাদের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হয়। বাচ্চাদের ব্যবহারের সাথে এই হিংসাত্বক বিষয়গুলোর একটা সরাসরি যোগাযোগ আছে। আমাদের আশেপাশে যে চলচ্চিত্র তৈরী হচ্ছে তার মধ্যে হিংসাত্বক বিষয়গুলো বেশি করে দেখানো নয়। চেষ্টা করুন নিজের সন্তানকে সেগুলো থেকে বিরত রাখতে। সন্তানকে যতটা সম্ভব এই হিংসাত্বক বিষয় থেকে দূরে রেখে তাকে স্বাভাবিক ভাবে বেড়ে উঠতে দিন। 

kids-gb74ed6ae4_1920_0.jpg

এগিয়ে আসুন আগামী প্রজন্মকে একটা সুস্থ জীবন দিই। তাদের ব্যবহারে কোনো রকম বিরূপ পরিবর্তন দেখা দিলে তার সাথে বসে ভালো করে কথা বলুন। দরকার হলে মনোবিদের সাহায্য নিন। একটা সুন্দর ভবিষ্যৎ একটা সুস্থ প্রজন্মই গড়ে তুলতে পারে। সচেতনতা বাড়ান এবং ছাড়িয়ে দিন সবার মধ্যে। সুস্থ থাকুন, ভালো থাকুন। 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll