বাড়ির প্রিয় জনের মৃত্যুতে বাড়ির মহিলারা কেটে ফেলেন আঙুল, এ কেমন বীভৎস রীতি

 বর্তমান সমাজ, বিজ্ঞানের হাত ধরে এগিয়ে গেলেও এই পৃথিবীর বুকে এখনো কিছু সমাজের অস্তিত্ব রয়েছে যা আজও কিছু প্রাগৈতিহাসিক রীতিনীতি মেনে চলেছে। এই সমাজের অধিকাংশই কুসংস্কারের শিকার। সেইরকমই অতীতের এক অদ্ভুত ও বীভৎস প্রথা যুগ যুগ ধরে চলে আসছে ইন্দোনেশিয়ার এক উপজাতির মধ্যে।

woman-g1387d80d1_1920_0.jpg

 ইন্দোনেশিয়ার দানি উপজাতি। যেখানে বাড়ির মহিলারা নিজের প্রিয় জনের মৃত্যুতে কেটে ফেলেন আঙ্গুল। এই প্রথাকে বলা হয় ইকিপালিন।  ইন্দোনেশিয়ার এই বিশেষ উপজাতীয় মহিলাদের আঙ্গুল কেটে ফেলার রীতি সামনে আসতেই গোটা পৃথিবীর উন্নত সমাজের মানুষের গা শিউরে উঠেছে। ইন্দোনেশিয়ার বামিন শহরে বসবাসকারী দানি উপজাতির  দ্বারা প্রচলিত এই বীভৎস প্রথা বন্ধ করার জন্য ইন্দোনেশিয়ার সরকার বহুবার নিষেধাজ্ঞা জারি করেছেন। কিন্তু কোন লাভ হয়নি। বরং বেশিরভাগ ক্ষেত্রে বয়স্ক মহিলারাই এই রীতি কিছুটা  নিজেদের ইচ্ছায় পালন করে আসছেন।

africa-g9b18ab87f_1920_0.jpg

 কিন্তু প্রশ্ন এসেই যায়, প্রিয় জনের মৃত্যুর সাথে আঙ্গুল কেটে ফেলার কারণ কি? তার কারণ হিসেবে এই উপজাতির মানুষেরা বলেছেন  কেউ মারা গেলে তার আত্মার শান্তি কামনার জন্য পরিবারের মহিলারা নিজেদের আঙ্গুল কেটে ফেলেন। তাঁদের কাছে নিজের একটি আঙ্গুল কাটা যাওয়া প্রিয়জনের মৃত্যুর কাছে কিছুই না। সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion News Time চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion News Time চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll