শিশুদের পেট ব্যথা কি কি কারণে হয়? এর থেকে কি কি বড়ো বিপদ হতে পারে? | Abdominal Pain | Dr. A.K Manglik |
বাচ্চাদের পেটে ব্যথা হয়ে থাকে প্রায়। আমাদের সবার বাড়িতেই বাচ্চা আছে, কাউর ছোটো, কাউর মাঝারি আবার কাউর একটু বড়ো। প্রতিটা বয়সের বাচ্চার ক্ষেত্রে বিষয়টা আলাদা। আপনার বাড়িতে যদি ২ বছরের বাচ্চা থাকে তাহলে সে তার কোনো সমস্যাই মুখে বলে বোঝাতে পারবে না। তার পেটে ব্যথা হলে সে খুব কাঁদবে। শিশুবিশেষজ্ঞরা তাই কিছু ওষুধ দিয়ে রাখেন পেটে ব্যথা হলে খাওয়ানোর জন্যে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা কাঁদলে পেটে ব্যথা হচ্ছে বলেই ধরে নেওয়া হয়। আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে, আমি কি করে বুঝবো যে পেটে ব্যথা হচ্ছে! তবে এই ওষুধটা খেলে প্রাথমিকভাবে কোনো সমস্যা হয় না।
• এছাড়া বাচ্চা কাঁদতে কাঁদতে একটু ক্লান্ত হয়ে যখন শুয়েছে বা আপনার কোলে নেতিয়ে পড়েছে তখন তার মাথার তালুটা হাত দিয়ে দেখুন। যদি সেটা নিচু হয়ে থাকে বা চ্যাপ্টা থাকে তাহলে বুঝবেন বড়ো কোনো সমস্যা নেই। কিন্তু যদি মাথার তালুটা বাচ্চা শান্ত হয়ে যাওযার পরেও ফুলে থাকে তাহলে বুঝতে হবে কোনো গুরুতর সমস্যা। তখন অবশ্যই চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।
• বাচ্চা যদি কাঁদে তাহলে তার কানের দিকে তাকিয়ে দেখুন কোনো রকম পুচ বা রস বেরোচ্ছে কিনা। হাত দিয়ে দেখুন। বাচ্চা যদি একটু বড়ো হয় তাহলে তাকে কোনো সমস্যা হলে কোথায় ব্যথা করছে সেটা আঙ্গুল দিয়ে দেখাতে বলুন। যদি নাভির চারিদিকে দেখায় তাহলে বুঝবেন তেমন কোনো সমস্যা নেই। যদি নাভির থেকে দূরে বা তলপেটের কাছে দেখায় তাহলে কিন্তু বিষয়টা চিন্তার। তখন চিকিৎসকের কাছে যান। অনেক সময় গ্রন্থী দেখা যায় পেটে, সেটা কিন্তু ভয়ের নয়। কিন্তু যদি তলপেটে ব্যথা হয় সেটা ভয়ের ব্যাপার কারণ সেটা প্রস্রাবের ইনফেকশন হতে পারে। যদি পাশে ব্যথা হয় তাহলে সেটা কিডনির সমস্যা হতে পারে। অনেক সময় জন্ডিস হয় কিন্তু চোখ বা প্রস্রাব হলুদ হলো না কিন্তু তার ভিতর থেকে জন্ডিস হয়ে থাকে। এই জন্ডিসটা ভয়ের ব্যাপার নয় আস্তে আস্তে সেরে যায়।
সুস্থ থাকুন, ভালো থাকুন।
এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।