মৃত্যুর পরেও সেনাবাহিনীর দায়িত্ব সামলে যাচ্ছেন বীর সৈনিক হরভজন সিং

 ভারতীয় সেনাবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী সেনাবাহিনীর মধ্যে একটি। প্রথম দশটি সবথেকে শক্তিশালী সেনাবাহিনীর মধ্যে নাম রয়েছে আমাদের এই ভারতীয় সেনাবাহিনীর। সত্য নিষ্ঠা এবং ভয়হীন মনোভাব  এই উন্নতির কারণ। ভারতীয় সেনার প্রত্যেক শিরায় ছুটে বেড়ায় দেশভক্তি।  জীবিত অবস্থাতে তো বটেই মৃত্যুর পরও নিজের কর্তব্য থেকে সরে আসতে পারেন না ভারতীয় সৈনিকের আত্মা। দেশ মাতৃকার মায়ার বাধনেই বাঁধা পড়েন তারা।

india-flag-g766db06b7_1920_0.jpg

না, একেবারেই বানিয়ে বলা গল্প কথা নয়। নাথুলা পাসে গেলে এই জীবন পরবর্তী এই দেশভক্তির প্রমান আপনি নিজে দেখতে পারবেন সচক্ষে। ভারতীয় সৈনিক হরভজন সিং সেখানে আজও তার মৃত্যুর পরেও নিষ্ঠা ভাবে দায়িত্ব সামলে যাচ্ছে সেনাবাহিনীর। মৃত্যুর পরেও কর্তব্যরত তিনি। আসুন শুনে নেওয়া যাক তাঁর কাহিনী।

 ভারতীয় সৈনিক হরভজন সিং মৃত্যুর পর এখনও ভারতীয় সেনা পদে নিযুক্ত এবং সমস্ত নিয়ম মেনে তার পদোন্নতি ও ঘটে।1946  সালের 30 শে আগস্ট বর্তমান পাকিস্তানের অধিকৃত পাঞ্জাব অংশে জন্মগ্রহণ করেছিলেন তিনি। স্কুলজীবনে পড়াকালীন ঠিক করে নিয়েছিলেন  অন্য কোন কিছু নয় সেনাবাহিনীতেই যোগদান করবেন তিনি। 1965 সালে ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টে যুক্ত হন তিনি।1966 সালে সিকিমে বাঙ্কার ইনচার্জ হিসেবে  নিযুক্ত হওয়ার  পরে পূর্ব সিকিমের নাথুলা পাসে কাজ করতে যান তিনি।

indian-army-g673a8602c_1920_0.jpg

সেখানেই 1968  সালে ঘটে যায় দূর্ঘটনা। প্রাকৃতিক দুর্যোগ চলাকালীণ  নিজের সেনাবাহিনীর সৈনিকদের জন্য খচ্চরের পিঠে চড়ে মালপত্র আনার সময় পা পিছলে পাহাড়ের গভীর খাদে পড়ে চিরদিনের মতো হারিয়ে যান তিনি। খাদের নীচে বয়ে চলা খরস্রোতা পাহাড়ী নদী প্রবল স্রোতে তার মৃতদেহকে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত ভাসিয়ে নিয়ে গিয়েছিল। বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরেও যখন হরভজন সিং তার ক্যাম্পে ফিরে আসছিলেন না তখন ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে তাঁকে নিখোঁজ বলে ঘোষণা করা হয়।

ঠিক সেই দিনেই তিনি তার দলের একজনকে স্বপ্ন দেন এবং তিনি ঠিক কীভাবে মারা গিয়েছেন তার মৃতদেহ এখন কোন স্থানে রয়েছে এই সবকিছুর বিবরণ দেন  হরভজন সিং। এই কথা অনেকেই বিশ্বাস করেননি কিন্তু যারা বিশ্বাস করেছিলেন তারা কিছু লোককে নিয়ে  সেই স্থানে গেলে, খুজে পান হরভজন সিং এর মৃতদেহ। এই  খবর যখন ছড়িয়ে পড়ে সেনাবাহিনীর ব্যারাকে অবাক হয়ে গিয়েছিলেন প্রত্যেকেই। শুধু তাই নয় হরভজন সিং তার স্বপ্নে জানিয়েছিলেন তার ডান পায়ে চোট লেগেছিল।  যা তার মৃতদেহের পোস্টমর্টেমের পর হুবহু মিলে গিয়েছিলো।  অবিশ্বাস্য হলেও  হরভজন সিং  স্বপ্নে যা যা কথা বলেছিলেন সেই সব কটি ঘটনা অবিকল মিলে যাওয়ার পর সেনাবাহিনীর প্রত্যেকে আস্তে আস্তে হারভজন সিংয়ের অস্তিত্বের কথা বিশ্বাস করতে থাকেন। এই ঘটনা ঘটার কিছুদিন পর তিনি আবার এক সৈনিকের স্বপ্নে আসেন এবং তার  মৃতদেহ কবর দেওয়ার ব্যবস্থা অনুরোধ জানান। সেই সঙ্গে তিনি জানিয়ে দেন তিনি এখনো অর্থাৎ মৃত্যুর পরেও ভারতীয় সেনাবাহিনীর হয়ে কাজ করে যাবেন। মৃত্যুর পরেও হরভজন সিং তাঁর কর্তব্য নিষ্ঠার জোড়ে জায়গা করে নিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর অন্তরে। পরিচিত হলে বাবাসাহেব হরভহন সিং হিসাবে।  তার সেই সমাধি বা মন্দির বাবাসাহেবের মন্দির নামে পরিচিত।

soldiers-ga22ae3c0c_1920_0.jpg

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion News Time চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll