মুখের ভিতরের ক্যান্সার হলে কিভাবে বুঝবেন? এক্ষেত্রে কি করা উচিৎ? | Oral Cancer | Dr. Shubhankar Bandyopadhyay |

ক্যান্সার এই রোগটা ক্রমশ ছড়িয়ে পড়ছে মানুষের মধ্যে। আমাদের বর্তমান জীবন যাপনের জন্যে এই রোগ আক্রান্তের মাত্রা উত্তরোত্তর বাড়ছে। ক্যান্সার শরীরের বিভিন্ন অংশে হতে পারে। আর এটা এমন একটা ব্যাধি যার এখনও পর্যন্ত নিরাময় করার কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি। ক্যান্সার আপনার মুখে হলে কি করে বুঝবেন, জেনে নিন।

cancer-g2d8ff9e39_1920_0.jpg

• মুখের ভিতর জিভে, গালে এবং লিউকাস নির্গমনের স্থানে ক্যান্সার হয়। দাঁতে কিন্তু ক্যান্সার হয় না।

• আপনার মুখে যদি কোনো ঘা দীর্ঘদিন না শুকায়, অনেক ওষুধ খেয়ে বা ওয়েনমেন্ট লাগিয়েও যদি না কমে তাহলে একটু সাবধান হোন। অনেক সময় ধারালো জিনিসে মুখের ভিতরে কেটে গিয়ে এই ক্যান্সার হয়।

cavitacion-gc1141b7fa_1920_0.jpg

• এছাড়া আমরা যে নেশা করি, তার ফলেও ক্যান্সার হয়। দীর্ঘদিন ধরে নেশা করার ফলে, তামাক, গুটখা খাওয়ার ফলে মুখের ভিতরের রঙ পরিবর্তিত হয়ে যায়। লালচে বা গোলাপি রঙের থেকে সেটা সাদাটে হয়ে যায়। আবার অনেক সময় সেটা আরও লাল হয়ে যেতে পারে। এই অবস্থাতেই যদি এই সময় নেশা বন্ধ করা যায়, তাহলে কিন্তু ক্যান্সারকে আটকানো যেতে পারে। তবে যদি এটা চালিয়ে যান তাহলে তা ভয়াবহ ক্যান্সারের আঁকার নেবে।

• মুখের ভিতর সাদা দাগ বা লাল দাগ আবার অনেক সময় কোনো ভাঙা দাঁত বারবার জিভে লাগছে, এই সব ক্ষেত্রে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। প্রথমেই কিন্তু এগুলো ক্যান্সার থাকে না আমরাই এটাকে অবহেলা করে সেই দিকে নিয়ে যাই।

disability-gabbbcc092_1920_0.jpg

সাবধানতা:

তামাকবর্জন করুন, আপনার মুখের ক্যান্সারের প্রবণতা ৭৫% কম যাবে। এছাড়া, দুবেলা ব্রাশ করুন এবং মুখ সব সময় পরিষ্কার রাখুন।

stop-g959aa5aec_1920_0.jpg

সুস্থ থাকুন, ভালো থাকুন। 

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll