হঠাৎ রক্তে প্রস্রাবে রক্ত দেখা দিলে কি করবেন? এর কারণ ও চিকিৎসা পদ্ধতি জেনে নিন। | Hematuria | Dr. Kumar Gauraw |

Hematuria হলো একটা লক্ষণ। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে, রোগীর প্রস্রাবে রক্ত আসে। প্রায় দেখা গেছে যে প্রস্রাবে রক্ত আসা বিশেষ চিন্তার ব্যাপার। বুঝতে হবে যে, শারীরিক কোনো গন্ডগোল চলছে। আজকে আমরা এই Hematuria নিয়ে বিস্তারিত জানবো।

red-blood-cells-g1a2eadc63_1920_0.jpg

• Hematuria মূলত দুই প্রকারের হয়।

১) আমাদের প্রস্রাবের মধ্যে দিয়ে রক্ত বেরোলে আমরা যদি সেটা খালি চোখে দেখতে না পাই এবং সেটা যদি মাইক্রোস্কোপে ধরা পড়ে তাহলে সেটাকে বলা হয় Microscopic Hematuria।

২) আর আমরা যদি খালি চোখেই প্রস্রাবে রক্ত বুঝতে পারি তাহলে সেটাকে বলা হয় Microscopic Hematuria।

toilet-g4dcbea780_1920_0.jpg

• কেন হয় এই সমস্যা:

১) এই লক্ষণ দেখা যায় যদি রোগীর কিডনিতে পাথর জমার মতো কোনো সমস্যা থেকে থাকে।

২) এই লক্ষণের আরেকটা দিক হলো যদি রোগীর রক্তে ক্যান্সার থাকে তাহলে সেই উপসর্গ দেখা দেয়।

testicles-gb0c6f8266_1920_0.jpg

• চিকিৎসা পদ্ধতি:

১) কিডনিতে পাথর সংক্রান্ত কোনো সমস্যা হলে সেক্ষেত্রে তার যথাযথ চিকিৎসা আছে।

২) অনেক সময় যখন প্রস্রাবের স্থানে টিউমার ধরা পড়ে সেটা প্রাথমিক পর্যায় সারিয়ে তোলা যায়। এক্ষেত্রে অপারেশন করা হয় কিন্তু তাতে কোনো কাঁটাছেঁড়া করা হয় না। মাইক্রোসকপি ভাবে অপারেশন হয়। এরপর বায়োপসি রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসা করা হয়। তবে প্রাথমিক পর্যায় হলে সুস্থ হওয়ার প্রবণতা বেশি কিন্তু এর মৃত্যুহারও বেশি।

blood-g9730d3bb5_1920_0.jpg

ক্যান্সার হলে সেটাও প্রাথমিক পর্যায় সুস্থ হওয়া সম্ভব। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই রকম লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। অবহেলা প্রাণঘাতি হতে পারে। সুস্থ থাকুন, ভালো থাকুন। 

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll