হঠাৎ করে কেউ যদি অজ্ঞান হয়ে যায় তাহলে কি করবেন? কিভাবে সমাধান সম্ভব? | Syncope Attack | Dr. Dipankar Sarkar |

অনেক সময় দেখা যায় বয়স্ক কিংবা মধ্যবয়স্ক ভদ্রলোক বা মহিলা মাথা ঘুড়ে পরে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন। আমাদের বাড়িতেও বয়স্ক মানুষদের ক্ষেত্রেও এই রকম বিষয় লক্ষ্য করা যায়। এইভাবে হঠাৎ অজ্ঞান হয়ে গেলে তাকে বলা হয় Syncope attack। তবে এই syncope attack আর তড়কার মধ্যে তফাৎ আছে। তড়কায় হাতে পায়ে টান ধরে, খিঁচুনি শুরু হয়।

alone-513525_1920_0.jpg

• কেউ যদি হঠাৎ করে হাঁটতে হাঁটতে অজ্ঞান হয়ে যান তাহলে আশেপাশের লোকজনের থাকে জানার চেষ্টা করুন যে, তিনি হাঁটছিলেন নাকি দাঁড়িয়ে ছিলেন। এই syncope attack বিভিন্ন ধরণের হয়ে থাকে।

• যদি হঠাৎ করে হৃদপিন্ডের গতি বেড়ে যায় বা হৃদপিন্ড বন্ধ হয়ে যায় তাহলে মানুষ হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারে। একে বলা হয় Cardiac Syncope। এটি ভীষণ বিপজ্জনক, এর ফলে অনেক সময় মৃত্যুও ঘটতে পারে।

girl-1733352_1920_0.jpg

• দ্বিতীয় ধরণের syncope হলো vasovagal Syncope। এক্ষেত্রে যদি হঠাৎ করে কোনো ভয়াবহ দৃশ্য দেখে কেউ অজ্ঞান হয়ে জান, তাহলে সেটা বলা হয় Vasovagal Syncope। এক্ষেত্রে সেরকম ভয়ের কোনো ব্যাপার থাকে না। সামান্য চোট বা ব্যথা কোমরে বা হাতে পায়ে লাগতে পারে পড়ে গিয়ে।

• আরেকটি ধরণ হলো, যারা ডায়াবেটিস রোগী তারাদের হঠাৎ করে সুগার লেভেল কমে গেলো তাহলে সে হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারে। এবিষয়ে খেয়াল রাখবেন অজ্ঞান হওয়া ব্যক্তি গায়ে ঘাম হবে। তবে Cardiac  Syncope এও ঘাম হয় সাথে বুকে ব্যাথাও হয়। সেক্ষেত্রে তাড়াতাড়ি করে তাকে একটু চিনি অথবা নুন চিনির জল খাওয়ালে সে সুস্থ হয়ে উঠবে।

• এগুলো ছাড়াও জ্বর হলে বা অন্যান্য কোনো শারীরিক অসুস্থতার কারণেও হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারে।

thermometer-3656065_1920_1_0.jpg

সাবধানতা:

• আগে লক্ষ্য করবেন যে শ্বাসনালীতে যেন কিছু আটকে না যায়। দরকার হলে মুখের ভিতর হাত দিয়ে শ্বাসনালীটা পরিষ্কার করে নেবেন।

• তারপর দেখবেন তার পালস রেট আছে কিনা। পকেটে ভালো করে দেখবেন যে, কোনো কার্ড আছে কিনা, তাতে হয়তো লেখা থাকবে ডায়াবেটিস আছে। তখন সাথে সাথে চিনি খাইয়ে দিন।

hands-1327811_1920_0.jpg

• যদি Vasovagal Syncope হয় তাহলে সাথে সাথে তার পা'টা ধরে তুলে দিন। সে সুস্থ হয়ে যাবে।

• এছাড়া যদি cardiac syncope হয় বা তড়কার লক্ষণ হয় তাহলে তাড়াতাড়ি কাছাকাছি হাসপাতালে নিয়ে যান। তবে সর্বপরি আগে একবার গলায় হাত দিয়ে carotid পালসটা দেখে নেবেন, যদি না থাকে পালস তাহলে হৃদপিন্ডে চাপ দিয়ে হৃদপিন্ড চালানোর ব্যবস্থা করুন।

body-116585_1920_0.jpg

এটা হলো হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার প্রাথমিক চিকিৎসা। সুস্থ থাকুন, ভালো থাকুন। 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll