হঠাৎ গরম তেল ছিটকে লাগলে কি করবেন। | JINIA's Tuki Taki | Jinia De |

রান্না করতে গেলে বিশেষ করে মাছ ভাজার সময় গরম তেল ছিটকে আসে বা হয়তো গরম ছ্যাকা লেগে গেলো। এই সময় বাড়িতে কোনো ওষুধ না থাকলে কি করবেন জেনে নিন।

injury-199025_1920_0.jpg

• গরম তেল যেখানে ছিটকে এসেছে বা গরম ছ্যাকা লেগেছে সেখানে ঠান্ডা জল দিন সাথে সাথে। ফ্রীজের ঠান্ডা জল বা কল খুলে ওই জায়গাটা জলের মধ্যে ধরে রাখুন। তারপর হলুদ এবং মধু দিয়ে একটা প্রলেপ তৈরী করে ঐখানে লাগিয়ে দিন। এছাড়া, শশা থেঁতো করে তার রস বা আলুর রস লাগিয়ে দিন। অথবা, এলোভেরা জেল লাগিয়ে দিন সেই জ্বলে যাওয়া বা পুড়ে যাওয়া জায়গায়।

aloe-4268793_1920_0.jpg

• ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান। সুস্থ থাকুন, ভালো থাকুন। 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll