প্রিন্সেপ ঘাট কলকাতার এক ঐতিহ্যপূর্ণ পর্যটক কেন্দ্র

আমাদের শহর কলকাতা, যে নিজেকে সজ্জিত করেছে বিভিন্ন অলংকারের দ্বারা। শহর কলকাতা তার রূপ ,গুণ ও সৌন্দর্যতা দিয়ে মুগ্ধ করে রেখেছে পৃথিবীর সকল প্রান্ত।আর এই সৌন্দর্যের প্রতীক হিসাবে শামিল হয়েছে প্রিন্সেপ ঘাট।প্রিন্সেপ ঘাট কলকাতার এক ঐতিহ্যপূর্ণ পর্যটক কেন্দ্র, যা ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল। আজও সেই নির্মাণের সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে দেয়। আধুনিক সমাজের অন্যতম আকর্ষণীয় জায়গায় এটি।
bridge-167041_1920_1_0.jpg

তথ্য অনুযায়ী জানা যায় প্রিন্সেপ ঘাট ব্রিটিশ নির্মিত এক ঘাট। আর এই ঘাট কে কেন্দ্র করে বিভিন্ন শিল্প ব্যবস্থা থেকে শুরু করে গড়ে উঠেছে পর্যটক কেন্দ্র।সাল তখন ১৮৪১, এক Anglo-Indian ঐতিহাসিক বিদ জেমস প্রিন্সেপের নামানুসারে নাম হয় প্রিন্সেপ ঘাটের।ইতিহাস খুঁটিয়ে দেখলে বোঝা যাবে, কলকাতার ঐতিহাসিক স্থান গুলির মধ্যে অন্যতম সর্বোচ্চ প্রাচীন স্থান হল এই প্রিন্সেপ ঘাট যা গড়ে উঠেছে কলকাতা হুগলি নদীর তীরে।এখানে একটি বিশেষ মনুমেন্ট নির্মাণ করা আছে, যা আজও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়।
princep-ghat-4764716_1920_0.jpg

কে এই জেমস প্রিন্সেপ?

জেমস প্রিন্সেপ, নামানুসারে এই প্রিন্সেপ ঘাট এর নামকরণ, তিনি হলেন একজন ইংরেজ পণ্ডিত, প্রাচ্য -বিদ, পুরাতাত্ত্বিক ও বিশিষ্ট ভারত তত্ত্ব-বিদ।ভারতের টাঁকশালে মুদ্রা-ধাতু পরীক্ষকের কর্মজীবন শুরু করে মুদ্রা-শাস্ত্র, ধাতুবিদ্যা ও আবহাওয়া বিজ্ঞানে নিজের প্রতিভা ফুটিয়ে তুলেছিলেন।তিনি ধাতু পরীক্ষক হিসাবে কাজ করেছিলেন।
 

 বিশদে জানতে আমাদের চ্যানেল Bengal Fusion News Time  সাবস্ক্রাইব করুন এবং নিচের লিংকটি ক্লিক করুন।
 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll