অ্যালোভেরা জেলের সঙ্গে রাজজোটক মিশ্রণ এটি

ত্বকের পরিচর্যা আমরা অনেকেই এলোভেরা জেল ব্যবহার করি। আর সত্যিই এলোভেরা জেলের থেকে ভালো প্রাকৃতিক উপাদান খুব কমই পাওয়া যায়। শুধু ত্বক বললে ভুল হবে আমাদের চুলের পরিচর্যার ক্ষেত্রেও আমরা অ্যালোভেরা ব্যবহার করি। অনেকে বাজার চলতি এলোভেরা জেল ব্যবহার করেন আবার কেউ কেউ ঘরের এলোভেরা গাছের থেকে পাওয়া জেল ব্যবহার করেন। তবে অ্যালোভেরা জেল তো আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী। আর কি উপাদান এর সঙ্গে মেশালে আমাদের ত্বক আরো বেশি উজ্জ্বল হবে সেটাই আজ জেনে নেব।

aloe_0.jpg

 এলোভেরা জেলের সঙ্গে একেবারে রাজ্যটকের কাজ করে ভিটামিন ই তেল। এক্ষেত্রে কেউ ভিটামিন ই তেল ব্যবহার করতে পারেন আবার কেউ কেউ ভিটামিন ই ওষুধের ভেতরে যে তেল রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন। রেড এলোভেরা গাছ থেকে যদি জেল বের করা হয় সে ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। আজকে সকালে যদি একটি অ্যালোভেরা গাছের পাতা কাটা হয় তাহলে সেটাকে যে অংশটা কাটা রয়েছে সেটা মাটির দিকে রেখে সারাদিন চব্বিশ ঘন্টার জন্য রেখে দিতে হবে। পরের দিন সেখান থেকে পাতা কেটে জেল বের করে সেটা হাতেও মিশিয়ে নেওয়া যেতে পারে আবার মিক্সিতেও পেস্ট করে নেওয়া যেতে পারে। এবার ওই তেল মিশিয়ে মুখে, ঘাড়ে, গলায় ,হাতে এমনকি পিঠেও ব্যবহার করা যেতে পারে।

vera_0.jpg

 ব্যবহার করলে কি হবে? কি হবে না সেটা প্রশ্নটাই করা ভালো। যেকোনো রকমের ত্বকের সমস্যা থেকে মুক্তি দেয় এই ওষুধ। ত্বকের যে কোন পুরনো কালো দাগ, ব্রনর দাগ, মেচেতার দাগ এমনকি টক যদি ভীষণ প্রাণহীন হয়ে পড়ে সেটার সমস্যারও মোকাবিলা করবে এটি। 

vit e_0.jpg

এ ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret সাবস্ক্রাইব করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll