দাঁতের 'Root Canal Treatment' কি এবং কেন করা হয়? | Root Canal Treatment | Dr. Dhiman Banerjee |

দাঁত এমনই একটা অঙ্গ আমাদের শরীরের যা না থাকলে আমাদের খাওয়া-দাওয়া থেকে শুরু করে মুখের সুন্দর হাসি পর্যন্ত সবই নির্ভর করে এই দাঁত জোড়ার ওপর। এই দাঁতের এক ধরণের চিকিৎসা হলো রুট ক্যানেল ট্রিটমেন্ট (RCT)। এই রুট ক্যানেল ট্রিটমেন্ট কি এবং দাঁতের চিকিৎসার ক্ষেত্রে কতটা জরুরী সেটা আজকে আমরা জানবো।

smile-g149eec924_1920_0.jpg

• আমরা অনেকেই ভাবি যে দাঁত একটা শক্ত জিনিস, যা হাড়ের মতো। কিন্তু তা নয়, দাঁতের ভিতরে একটা নরম অংশ থাকে, যাকে বলা হয় পাল্প। এই নরম অংশই রক্ত চলাচল হয় এবং স্নায়ু থাকে। দাঁতকে অনেকেই মনে করেন যে লা, এটা জীবন্ত নয়। কিন্তু সেটা নয়, দাঁত একটা জীবন্ত অঙ্গ আমাদের দেহের। আর এই রুট ক্যানেল ট্রিটমেন্টটা আসছে দাঁতের বাইরের এই গঠন থেকে। দাঁতের চিকিৎসায় এই রুট ক্যানেল ট্রিটমেন্ট বিশেষ তাৎপর্যপূর্ণ। দাঁতের সমস্যা বলতে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হলো, দাঁতে পোকা। এই পোকা ধরার ফলে দাঁতে গর্তের সৃষ্টি হয় এবং সেই গর্তে খাবার ঢুকতে থাকে। প্রথমে দাঁতের যে, বাইরের অংশ যেটা সবচেয়ে শক্ত যাকে 'এনামেল' বলা হয় সেটা ক্ষতিগ্রস্ত হয়। তখন রোগীরা সেটা খুব একটা গ্রাহ্য করেন না। তারপর সেটা বাড়তে বাড়তে এনামেলের ভিতরের অংশ যেটা একদম শক্ত নয় আবার খুব নরমও নয়, যাকে বলা হয় ডেন্টিন। সেটা ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। এই সময়ও রোগী ব্যথা হলে হয়তো টুথপেস্ট লাগিয়ে ব্যথাটা কমিয়ে দেন। আর তারপর গ্রাহ্য করেন না। এরপর ক্রমশ বাড়তে বাড়তে যখন সেটা পাল্পে আঘাত করে তখন প্রচন্ড ব্যথা হতে শুরু করে। বিশেষ করে রাতের দিকে এই ব্যথা হয়, ঠান্ডা লেগে এই ব্যথা হয়। এই অবস্থায় চিকিৎসকেরা রুট ক্যানেল ট্রিটমেন্ট করে থাকেন। হয়তো অনেকেই মনে বলতে পারেন যে, ফিলিং এর মাধ্যমেও এই সমস্যার দূর করা যায়। হ্যাঁ নিশ্চই যায়, তবে সেটা শুধু যদি এনামেল ক্ষতিগ্রস্ত হয় তবেই তবেই ফিলিংয়ের মাধ্যমে সারানো যায়। তবে যদি এই দাঁতের পোকা ক্ষয় করতে করতে পাল্প পর্যন্ত পৌঁছে যায় তাহলে সেক্ষেত্রে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়। এই চিকিৎসার মাধ্যমে চিকিৎসকেরা পাল্পের অংশটাকে সুরক্ষিত করা হয়।

teeth-cleaning-gf4cd11569_1920_0.jpg

• অনেক সময় দেখা যায় যে, যেখানে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দরকার সেখানে হয়তো ভুলবশত ফিলিং করে দেওয়া হলো। তখন কিন্তু সেই অংশে দাঁতে ইনফেকশন এবং ব্যথা আরও বেড়ে যায়। তাই ভালো করে পরীক্ষা করে তবেই ফিলিং বা আর. সি. টি করাবেন।

teeth-gd949f7e6b_1920_0.jpg

• প্রথমে কিছু পেইন কিলার দিয়ে ব্যথাটা কমিয়ে নেওয়া হয়। তারপর ক্ষতিগ্রস্ত পাল্পটাকে তুলে সেখানে যে সরু সরু ক্যানেল রয়েছে সেই ক্যানেলগুলোর মধ্যে থেকে ক্ষতিগ্রস্ত পাল্পটাকে খুঁজে তাকে তুলে দেওয়া হয়। এরপর দাঁতের যে গর্ত বা পাল্পের অংশে ফিলিং করা হয়। এরপর দাঁতের বাইরের অংশে ক্রাউন বসানো হয়। সেটা যে যেমন করায়, কেউ সিলভার ক্রাউন বসায় আবার কেউ অন্য ক্রাউন বসায়। এভাবে দাঁতটাকে সুরক্ষিত করা হয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। 

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll