পেট বা পিঠে ব্যথা কখন হয়? কাদের হয়? এর নিরাময় কিভাবে সম্ভব? | Pancreatitis Pain | Dr. Chinmoy Roy |

আমাদের অনেকেরই মাঝে মধ্যে পেটের উপরের অংশে বা পিঠে ব্যথা করে। ওষুধ খেলেও তা পুরোপুরি নিরাময় সম্ভব হয় না। অনেক সময় ওষুধ খেলেও ব্যথা থেকে যায় হাল্কা। পরে সেটা আবার বাড়ে। এই ধরণের পিঠে বা পেটে ব্যথা কেন হয়? কাদের হয়? আজকের আলোচনা হলো Pancreatitis Pain।

• Pancreatitis কি?

আমাদের পেটের উপরের অংশকে বলা হয় প্যানক্রিয়াস। আর এই প্যানক্রিয়াসে যদি ইনফ্লেমেশন হয় বা ক্ষত সৃষ্টি হয় তাহলে এই ব্যথা শুরু। এতে পেট ফুলে যেতে পারে আর পেতে প্রচন্ড ব্যথা হয়। সব সময় যে ব্যথা পেটেই হয় তা নয় এই ব্যথা পিছন দিকে পিঠের দিকেও সঞ্চারিত হয়। Pancreatitis মূলত দু-রকমের হয়, একটা Chronic Pancreatitis এবং অন্যটি হলো, Acute Pancreatitis।

back-5248830_1920_0.jpg

১) Acute Pancreatitis: এক্ষেত্রে রোগীর কোনো একটি কারণে Pancreatitis এর ব্যথা হলো এবং তাতে ওষুধ দেওয়া হলো ব্যথা সেরে গেলো।

২) Chronic Pancreatitis: এক্ষেত্রে রোগীর সব সময়ই পেটে একটা ব্যথা অনুভব হয়। এই ব্যথা চলতেই থাকে, মাঝে মাঝে এই ব্যথা বাড়ে তখন হাসপাতালে ভর্তি হতে হয়। এই বিশেষ সমস্যার জন্যে শুধুমাত্র ব্যথা কমানোই একমাত্র লক্ষ্য থাকে। এর জন্যে অন্য কোনো চিকিৎসার দরকার হয়না।

stomach-pain-2821941_1920_0.jpg

• কাদের হয় এই রোগ?

যারা মাত্রাতিরিক্ত মদ্যপান করে থাকেন। তাদের ক্ষেত্রে এই রোগের পরিমান বেশি দেখা যায়। দীর্ঘদিন ধরে মদ্যপান করার ফলে হঠাৎ করেই এই ব্যথা দেখা যায়। এছাড়া গলস্টোন এই সমস্যার আরও একটি প্রধান কারণ।

beer-3444480_1920_0.jpg

• চিকিৎসা কিভাবে সম্ভব?

এক্ষেত্রে ইনজেকশন দিয়ে এই রোগের নিরাময় সম্ভব। এক্ষেত্রে রোগীকে শুয়ে তার স্পিনাল স্নায়ুতে পেইন কিলার ইনজেকশনের দ্বারা দেওয়া হয়। এর মাধ্যমে রোগী বহুদিনের জন্যে ব্যথা থেকে উপশম পান। তবে এই চিকিৎসা কিন্তু স্থায়ী নয়, আট-নয় মাস বা একবছর পরে আবার এই ইনজেকশন নিতে হয়। এবার আপনার আমার মনে হতে পারে যে, কেন তাহলে এই চিকিৎসা?! কোনো মানুষ যদি রোজ পেইন কিলার খায় সেটা তার শরীরের পক্ষে ক্ষতিকর। আর এই ইনজেকশনে কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

needle-5003627_1920_0.jpg

 

এই আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll