আজকাল মহিলাদের সিস্ট একটি বড়ো সমস্যা। এই বিষয় সঠিক তথ্য জেনে নিন। | Ovarian Cyst | Dr. Manas Chakrabarti |

মহিলাদের শরীরে চারটি অঙ্গ, দুটি স্তন ও দুটি ডিম্বাশয় প্রতি নিয়ত পরিবর্তিত হয়। প্রতিমাসে এদের আঁকার ও গঠনের কিছু পরিবর্তন দেখা যায়। যখন ডিম্বাশয় থেকে ডিম নির্গত হয় তখন এর আঁকার ছোট হয় আবার বড়ো হয়। অন্যদিকে স্তনের ক্ষেত্রেও হরমোনের প্রভাবে স্তনের আঁকার ও গঠনের পরিবর্তন হয় প্রতিমাসে।

cavitacion-2894835_1920_0.jpg

• সিস্ট কি?

প্রতিটি মহিলারই ডিম্বাশয় থেকে ডিম নির্গমের সময় ডিম্বাশয় ছোট ছোট থলির সৃষ্টি হয়। যার মধ্যে তরল (Liquid) থাকে। এগুলো আল্ট্রা সাউন্ড দিয়ে দেখলে ধরা পড়ে। ছোট অবস্থায় এগুলোকে বলা হয় ফলিকল। এটা খুব স্বাভাবিক ব্যাপার, সব মহিলাদের মধ্যেই দেখা যায়। যদি এই ফলিকলগুলি বড়ো হতে থাকে তখন এগুলোকে বলা হয় ওভারিয়ান সিস্ট। এটা বেশির ভাগ মহিলার ক্ষেত্রেই দেখা যায়, প্রত্যেকের তিনজন মহিলার মধ্যে দুজনের এই সিস্ট থাকে।

অনেক সময় এই ওভারিয়ান সিস্টের চারপাশে দেওয়ালের সৃষ্টি হয়, আবার কখনো কখনো চারপাশে মাংসপিন্ডের সৃষ্টি হয়। এগুলো চিকিৎসকেরা আল্ট্রাসাউন্ড দিয়ে পর্যবেক্ষণ করেন। তবে ওভারিয়ান সিস্টের ক্ষেত্রে ভয়ের বিশেষ সম্ভাবনা থাকে না। কিন্তু অনেক সময় দেখা যায় সিস্ট থেকে কিছু কেমিক্যাল রক্তে মিশে যায়। এছাড়া সিস্টের কোষ বিভাজন বেশি হয় তখন সেগুলো রক্ত পরীক্ষার মাধ্যমে এবং এম. আর. আই স্ক্যানের মাধ্যমে এগুলো পর্যবেক্ষণ করা হয়।

এই সিস্টগুলো মূলত মহিলাদের মাসিক (Period) এর সময় আসে যায় কিন্তু যদি মাসিক বন্ধের (Menopause) পরেও হতে থাকে এবং সেগুলো বড়ো হতে থাকে, তাহলে সেক্ষেত্রে অপারেশন করতে হয় অবশ্যই।

femininity-6186089_1920_0.jpg

• সিস্ট কত ধরণের?

ওভারিয়ান সিস্ট নানা ধরণের হয়, একটা হলো Simple Cyst এবং অন্যটি হলো Complex Cyst। সাধারণ তরল ভর্তি থলি হলে তাকে বলা হয় সিম্পল সিস্ট আর যদি সিস্টের চারপাশে দেওয়াল এবং কোষ বিভাজন বেশি হয় তখন তাকে বলে কমপ্লেক্স সিস্ট। 

এই সিস্ট দু অল্প বয়সী থেকে মাঝবয়সী মেয়েদের মধ্যে হয়। অনেক সময় মাসিকের রক্ত বাইরে না বেরিয়ে পেটের ভিতরে চলে যায় দুদিকে সিস্টের জন্যে। একে বলা হয় এন্ডমেট্রিয়োটিক সিস্ট বলে। এগুলো অবশ্য ওষুধের মাধ্যমে নিরাময় করা হয়।

anatomy-254120_1280_0.jpg

• ওভারিয়ান সিস্টের কিছু লক্ষণ:

ডিম্বাশয় সংক্রান্ত যে সমস্যা গুলো হয় সেগুলো মূলত জটিল হয়, কারণ অনেক সময় দেখা যায় ছোট সিস্টের জন্যে খুব ব্যথা হচ্ছে আবার অনেক সময় দেখা যায় বড়ো সিস্ট হলেও তার কোনো লক্ষণ ধরা পড়ছে না। তবে এই সিস্ট সংক্রান্ত সমস্যা হলে সেটা কখনই রক্তপাতের মাধ্যমে ধরা পড়ে না। আপনার যদি ঘন ঘন বদহজম হয় বা গ্যাস অম্বল হয় এবং সেটা টানা চলতে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যান, কারণ এগুলো সিস্টের লক্ষণ হতে পারে।

woman-2141808_1920_0.jpg

সুস্থ থাকুন, ভালো থাকুন। 

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll