পিরিয়ডের সময় কি তলপেটে অসহ্য যন্ত্রনা হয়? এর থেকে কি কি ক্ষতি হতে পারে জেনে নিন। Endometriosis | Dr. MMS Zoha |

মাসিকের সময় মেয়েদের প্রায় তলপেটে ব্যথা হয়। এই ব্যথা ক্রমশ বাড়তে বাড়তে অসহ্য যন্ত্রনায় পরিণত হয়। এই সমস্যাকেই বলে Endometriosis। এই রোগটা এখন বহুলভাবে চিহ্নিত করা যাচ্ছে বিজ্ঞানের প্রযুক্তির জন্যে এবং এখন ব্যস্ত জীবনযাত্রার জন্যে। এই সমস্যা মূলত দেখা যায় ১৫-৪৫ বছর বয়সের মধ্যে।

• এক্ষেত্রে যুবতী মহিলাদের মধ্যে এই সমস্যা বেশি হয়। তাদের পিরিয়ডের সময় পেন, এমনি তলপেটে ব্যথা এবং যৌন মিলনে ব্যথা। প্রথম দিকে পিরিয়ডের সময় ব্যথা হয়। তারপর সেই ব্যথা বাড়তে বাড়তে সারামাস হতে থাকে এবং সেটা ক্রনিক হয়ে গেলে মহিলাদের সারাদিন বাড়িতেই থাকতে হয়। কাজ করতে পারে না। উপরন্তু যৌন মিলনে বাধা দেয় ব্যথার কারণে।

woman-geb43691e6_1920_0.jpg

• এই রোগে কারণ:

মহিলাদের জরায়ুতে যে কোষ থাকে সেই কোষ বেরিয়ে গিয়ে ডিম্বাশয় জমা হয়। আর সেখান থেকেই ব্যথা শুরু হয়। মূলত নিয়মিত ব্যামের অভাবে এই রোগ বাড়তে শুরু করে।

• এই রোগের ফলে মহিলাদের গর্ভধারণে বিশেষ সমস্যা হয়। বেশির ভাগ সন্তানধারণ সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে দেখা গেছে যে, এই রোগটি মহিলার শরীরে আছে।

girl-g25c95eefb_1920_0.jpg

• তবে একটা বিষয় হলো এই রোগটি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। কারণ ডিম্বাশয় থেকে নির্গত হওয়া ইসট্রোজেন এই রোগের জন্যে দায়ী আর এই হরমোনের নির্গমন বন্ধ করলেই তবে এই রোগ পুরোপুরি সরানো যাবে। কিন্তু এর ফলে আরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়। তাই চিকিৎসকেরা চেষ্টা করেন যাতে এই ব্যথা কমিয়ে এবং সন্তান ধারণ করার ক্ষমতা বৃদ্ধি করার। এর জন্যে একধরণের অপারেশন করা হয়। এটা ছাড়াও ওষুধের মাধ্যমেও ব্যথা কমানো সম্ভব।

surgery-g0bd604dfe_1920_0.jpg

সুস্থ থাকুন, ভালো থাকুন। 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll