অতি লোভ আর চালাকির পরিনাম কি হতে পারে? | মনোবিদ কি বলছেন | Mental Health Awareness | Dr. Kedar Ranjan Banerjee |

আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা অতি চালাক এবং লোভী। আর তাদের এই লোভ চরিতার্থ করার জন্যে তারা চালাকির পথ বেছে নেয়। কিন্তু সব শেষে এরাই নিজেদের অতি চালাকির ফাঁদে পড়ে। আজকের গল্পের বিষয়— অতি চালাক চাষী।

robot-g74d88c0ec_1920_0.jpg

• এক গ্রামে এক ধনী চাষী ছিলেন। তার প্রচুর জমি-জায়গা, কিন্তু সে ভীষণ লোভী ও চালাক ছিল। একদিন সে জানতে পারল যে তাদের রাজ্যের রাজা যে-যা চায় তাকে কখনো ফেরান না। ফলে সে ভাবল তাহলে বাজার থেকে আরও কিছু জমি জায়গা যাওয়া যেতে পারে। তাই সে একদিন রাজার কাছে গেল, গিয়ে রাজা মশাইকে বলল, আমার কিছু জমি জায়গা আছে রাজামশাই কিন্তু আরো কিছু জমি জায়গা হলে ভালো হয়, আমার অভাবের সংসার। রাজা সব শুনে বললেন, আচ্ছা ঠিক আছে তুমি কাল সকালে এসো। এরপর রাজামশাই তার লোককে দিয়ে ওই চাষীর সম্পর্কে খবর নিতে বললেন। এরপর রাজামশাই এর লোক ফিরে এসে বললেন, ওই চাষির অনেক ধনসম্পত্তি এবং ওই চাষী খুব লোভী। পরের দিন সকালে চাষী যখন এলো তখন রাজা মশাই তাকে বললেন, তুমি এক কাজ করো আমার প্রাসাদ থেকে বেরিয়ে যতটা পথ তুমি হাঁটবে ততটা জমি তোমাকে আমি দেবো।কিন্তু শর্ত একটাই তোমাকে সূর্য ডোবার আগে আবার প্রাসাদে ফিরে আসতে হবে। চাষী তো খুব খুশি এটা শুনে, সে তাড়াতাড়ি করে প্রাসাদ থেকে বেরিয়ে হাঁটতে আরম্ভ করল। এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, ওই পুকুরের পাশ দিয়ে হাঁটছে, পাহাড়ের কাছে যাচ্ছে সে ভাবছে যে এই সমস্ত তুমি আমার হবে, যেখানে যেখানে আমি হাঁটবো। চাষির কাছে গামছায় করে কিছু মুড়ি আর একটা ঘাঁটি ছিল। কিছুক্ষণ হাঁটার পর তার খিদে পেয়ে গেল এবং সে একটা পুকুরের ধারে বসে সেখান থেকে এক ঘটি পরিষ্কার জল তুলে মুড়ি খেতে আরম্ভ করল। আস্তে আস্তে সে খেয়াল করল না কখন সূর্য ডুবতে শুরু করেছে। যখন তার খেয়াল হলো সে দৌড়াতে আরম্ভ করল। প্রাসাদের দিকে কিন্তু শেষ পর্যন্ত প্রাসাদটি পৌঁছাতে পারল না তার আগেই দৌড়ে দৌড়ে সে প্রাণ দিল।

clever-g11ade3bdf_1920_0.jpg

বন্ধুরা চাষী অতি লোভ করে ছিলো। সে একটু বুদ্ধি দিয়ে ভাবলেই এবং তাড়াতাড়ি ফিরে গেলেই যতটা জমি সে হেঁটে ছিলো ততটা জমি সে পেয়ে যেত। অতি লোভ এবং চালাকি করে আমরা কোনো দিন জীবনে কোনো কিছু পেতে পারি না। আর যদিও কিছু পাই তাহলে সেটা বেশি দিন রাখতে পারি না। সুস্থ থাকুন, ভালো থাকুন।

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll