যে তিনটি মোবাইল অ্যাপ আপনার দৈনন্দিন জীবনে খুব প্রয়োজনীয় হতে পারে। | Social Awareness | Bidhan Saha |

বর্তমান সময়ে এন্ড্রোইড ফোন ঘরে ঘরে। আমরা এই ফোন কথা বলা ছাড়াও, হোয়াটস্যাপ, ফেইসবুক, গেম, সিনেমা-সিরিয়াল কত কিছুর জন্যে ব্যবহার করি। কিন্তু, এমন কিছু অ্যাপ আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং উপযোগী। সেই অ্যাপ গুলো কি কি এবং এদের উপকারিতা কি কি সে বিষয়ে আজকে আমরা জানবো।

phone-292994_1920_0.jpg

• আমাদের ফোনে প্লে স্টোর নাম একটা অ্যাপ থাকে। যেখান থেকে বিভিন্ন অ্যাপ সহজে ডাউনলোড করা যায়। এই রকমই তিনটে গুরুত্বপূর্ণ অ্যাপ হলো— ১) মানি ম্যানেজার, ২) এম আই ফিট, ৩) প্র্যাগনেন্সি।

১) মানি ম্যানেজার: আমরা প্রতি মাসে যে টাকা উপার্জন করি সেটা কোন খাতে কত খরচ করলাম, তার একটা হিসাব এই অ্যাপ'টা আমাদের দিতে পারে। আমরা মাসের শেষে বুঝতেই পারিনা যে, কোথায় এতো গুলো টাকা বেরিয়ে গেলো! কিছুতেই হিসাব মিলিয়ে উঠতে পারি না। তখন এই অ্যাপ খুব সহজে সেই কাজটা করে দিতে পারবে। আপনি আপনার মাসের মোট আয় ওখানে দিয়ে দেবেন। তারপর কোথায় কত টাকা আপনাকে প্রতি মাসে দিতে হয় সেটাও মেনশন করে দেবেন। এই অ্যাপ প্রতিমাসে আপনাকে সেই তারিখে রিমাইন্ডার দিয়ে দেবে। এই অ্যাপ আপনাকে মাসে একটা ব্যালান্স চার্ট ও তৈরী করে দিতে পারে।

house-6971496_1920_0.jpg

২) এম. আই ফিট: আপনি ঠিক কতটা সুস্থ আছেন এবং আরও কতটা সুস্থ থাকা দরকার সেটা নিয়ে আমরা মাঝে মাঝেই চিন্তায় থাকি। তো সেক্ষেত্রে এই অ্যাপ আপনাকে অনেকটা সাহায্য করবে। আপনার উচ্চতা এবং ওজন এই অ্যাপকে জানিয়ে দিলে, এটি আপনাকে রিমাইন্ডার দেবে যে কখন আপনার জল খাওয়া উচিৎ, কতটা জোড়ে হাঁটা উচিৎ এবং আপনি ঠিক কতটা সুস্থ। তাহলে বলুন তো কতটা উপকারী!

marathon-2346948_1920_0.jpg
৩) প্র্যাগনেন্সি: এটি এমন একটি অ্যাপ যেটার মাধ্যমে আপনি গর্ভবতী হলে আপনার শারীরিক সমস্ত পরিবর্তন সম্পর্কে এক নিমেষে জেনে যেতে পারেন। আপনার কি কি পরিবর্তন আসবে এবং আপনার গর্ভস্থ শিশুটি কোন মাসে কতটা বড়ো হলো এবং তার ফলে আপনার শরীরে কি কি বদল আসবে সেটা আপনাকে এই অ্যাপ জানিয়ে দেবে। এক্ষেত্রে আপনাকে আপনার শেষ ঋতুস্রাবের তারিখটি মেনশন করে দিতে হবে। এই অ্যাপ আপনাকে জানিয়ে দেবে আপনি গর্ভবতী কিনা।

pregnant-2568594_1920_0.jpg

• তাহলে ভাবুন তো, এই একটা ফোন আপনার কত সমস্যার সমাধান সহজেই করে দিতে পারে। সুস্থ থাকুন, ভালো থাকুন। 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll