হিস্টিরিয়া বা Dissociative Motor Disorder সম্পর্কে জেনে রাখুন। | মনোবিদ কি বলছেন |Mental Health Awareness | Dr. Jayita Saha |

আগে মানুষেরা মানসিক রোগ বলতে ডিপ্রেশন, schizophrenia এবং হিস্টিরিয়াকে বুঝতো। এই তিনটে ছাড়া আর কোনো সমস্যাকে তারা মানসিক রোগে শ্রেণীভুক্ত করতো না। কিন্তু এখন এই হিস্টিরিয়া শব্দটা মনোবিদ এবং মনোবিশেষজ্ঞরা ব্যবহার করেন না। এই হিস্টিরিয়া শব্দটা এসেছে মেয়েদের চলমান জরায়ুর ধারণা থেকে। মনে করা হত যে, মেয়েদের শরীরে জরায়ু বিভিন্ন জায়গায় ঘুড়ে ঘুড়ে বেড়ায়। আর সেখান থেকেই সমস্যা সৃষ্টি হয়। কিন্তু পরে জানা গেছে যে, মেয়েদের জরায়ুর সাথে এই রোগের কোনো সম্পর্ক নেই। এটা একটা মানসিক রোগ, যেটা পরবর্তী সময় শরীরেও প্রভাব ফেলে। এখন এই রোগটাকে Dissociative Motor Disorder বলা হয়।

schizophrenia-gefcb90800_1920_0.jpg

• এক্ষেত্রে ঝগড়া-অশান্তির সময় বা বিয়ের পর পর কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে। আবার হয়তো কাউর শ্বাস কষ্ট হচ্ছে বা শরীরিক বিভিন্ন অসুবিধা হচ্ছে। কোনো পরীক্ষার দ্বারাই এই সমস্যার কোনো শারীরিক কারণ নির্ণয় করা যাচ্ছে না। তখন এই সমস্যাকে Dissociative Motor Disorder বলে। এই রকম সমস্যা হলে আগেই চিকিৎসকের কাছে যান। পরীক্ষা করে জানুন এটা মৃগী কিনা! কারণ মৃগী হলে তার অন্য চিকিৎসা হয়, সেটা মনোরগের সাথে যুক্ত নয়। সেক্ষেত্রে অন্য চিকিৎসা হয়। কিন্তু যদি দেখেন সেটা মৃগী নয় তাহলে সেটা হিস্টিরিয়া। যদি এই রোগ হয়ে থাকে তাহলে ভয় পাবেন না, কারণ এই সমস্যা অত্যাধিক দুশ্চিন্তার ফলে সৃষ্টি হয়। অনেকেই ভাবেন এটা হয়তো আর ঠিক হবে না। অকারণ ভয় না পেয়ে এর চিকিৎসা করান। এখানে যত আপনার সন্তানকে নিতে আতুপুতু করবেন তত এই সমস্যা বাড়বে। তাই এই রোগের চিকিৎসায় ওষুধের সাথে সাথে কিছু ব্যবহারিক পরিবর্তন আনতে হয় আশেপাশের মানুষদের। এই ডিসোসিয়েটিভ মোটর ডিসর্ডার হলে কেউ যদি অজ্ঞান হয়ে পড়ে যায়, তাহলে তাকে পড়ে থাকতে দিন। এক্ষেত্রে যেনে রাখুন এই সমস্যায় যারা ভুগছেন তারা কখনোই অজ্ঞান হওয়ার সময় এমন কোনো জায়গায় পড়ে যায় না যেখানে তার ব্যথা লাগতে পারে। এরা সব সময় বিছানায়, সোফায় সবার সামনে অজ্ঞান হয়ে পড়ে। আপনার মনে হতে পারে যে, তাহলে কি তারা ইচ্ছে করে করে? না তা একেবারেই নয়। যদি কেউ অজ্ঞান হয়ে যায় তাকে সেভাবেই পড়ে থাকতে দিন। সে কিছুক্ষণ পর নিজেই সুস্থ হয়ে উঠে পড়বে। এভাবে চিকিৎসায় তাদেরকে সুস্থ করা সম্ভব।

sleeping-g7531beee9_1920_0.jpg

অযথা আতঙ্কিত না হয়ে সচেতন হোন এবং সবাইকে সচেতন করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll