নানা নামের কলকাতা ( পর্ব-২)

আমাদের প্রাণের শহর কলকাতা। তবে কলকাতার মধ্যেও যে বিভিন্ন ধরনের অজানা অচেনা জিনিস রয়েছে সেগুলি আমরা অনেকেই জানতাম না। কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা গুলি যেগুলির রয়েছে অদ্ভুত অদ্ভুত নাম। অদ্ভুত নাম রয়েছে এমনটা নয় সেই নামের পেছনের জড়িয়ে রয়েছে এক অজানা ইতিহাস। কলকাতার বিভিন্ন অঞ্চলের এই যে নামকরণগুলি হয়েছে তার প্রত্যেকটি ইতিহাসই এত সুন্দর যা আপনাকে জানতেই হবে। এর আগের দিন আমরা উত্তর কলকাতার প্রসিদ্ধ অঞ্চল বাগবাজারের নামের নিয়ে ইতিহাস নিয়ে আপনাদের তথ্য দিয়েছিলাম। আজ তেমনি উত্তর কলকাতার আরেকটা স্বনামধন্য অঞ্চলের ইতিহাস থুড়ি তার নামের ইতিহাস নিয়ে এসেছি আপনাদের কাছে। আজ আমরা জানবো কলকাতার অন্যতম শপিং ডেস্টিনেশন হাতিবাগানের নামকরণ কিভাবে হয়েছিল।

WhatsApp Image 2023-07-10 at 12.12.27_0.jpg

 হাতিবাগান বলতেই আমাদের প্রথম কেনাকাটির কথা মাথায় আসে আর আসে স্টার থিয়েটারের নাম। বহুবিখ্যাত মানুষের পদধূলি পড়েছে এই অঞ্চলে।  শ্যামবাজারের ঠিক পাশে অবস্থিত এই অঞ্চলটি দোকানপাট, বাজার, সিনেমা হল ও পুরনো নাট্যমঞ্চের জন্য বিখ্যাত। কলকাতার অন্য কোনও অঞ্চলে এতগুলি সিনেমা হল ও থিয়েটার দেখা যায় না।  কলকাতার অন্যতম প্রাচীন বাজারগুলির মধ্যে হাতিবাগান একটি অন্যতম প্রাচীন বাজার হিসেবে পরিচিত।কিন্তু হঠাৎ হাতিবাগান নাম কেন হল! নিশ্চয়ই প্রশ্ন জেগেছে আপনার মনে। কিন্তু উত্তরটা মনের মত খুঁজে পাননি। তাইতো? চলুন তবে আজকে জেনে নিই হাতিবাগানের নামের ইতিহাস।

WhatsApp Image 2023-07-10 at 12.13.32_0.jpg

  ইতিহাস বলছে ১৭৫৬ সালে সিরাজউদ্দৌলা যখন কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেছিলেন তখন তিনি তার যুদ্ধে ব্যবহৃত হাতিগুলিকে এই অঞ্চলে রেখেছিলেন। শুধু তাই নয় তিনি তার হাতিগুলিকে রেখেছিলেন এই অঞ্চলের একটি বিরাট বাগানে। পরবর্তীকালে সেই অঞ্চল এবং তার পার্শ্ববর্তী অঞ্চল হাতিবাগান নামে বিখ্যাত। আবার লোকমুখে আর একটা ইতিহাসের কথাও জানা যায়।  বর্তমানে যেখানে হাতিবাগান অবস্থিত সেখানে প্রাচীনকালে এক নামকরা প্রভাবশালী ব্যবসায়ী বসবাস করতেন এবং তার পদবী ছিল হাতি। তার বাড়িতে একটি সুন্দর বাগান ছিল। যে বাগানটি বিশাল বড়। সাধারণ মানুষের বেশ কৌতুহল ছিল সেই বড় বাগান নিয়ে। তাঁর মারা যাবার পর ওই অঞ্চলের নাম তার পদবী এবং তার  সাধের বাগানের নাম মিলিয়ে ওই অঞ্চলের হাতিবাগান। মেহতাব চাঁদ মল্লিক পরে সেই বাগানবাড়িটি কিনে নিয়েছিলেন। উল্লেখ্য, এই মেহতাব চাঁদ মল্লিকই হাতিবাগান বাজারটি প্রতিষ্ঠা করেন।

Siasat.com

 

 কলকাতার আরো বিভিন্ন অদ্ভুত নামের জায়গার ইতিহাস নিয়ে আমরা ফিরে আসবো খুব তাড়াতাড়ি। কিন্তু কিন্তু সেই কারণে আপনাদের আমাদের পাশে থাকতে হবে। দেখতে হবে আমাদের চ্যানেল Bengal Fusion News Time
 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll