নানা নামের কলকাতা ( পর্ব -১)
প্রাণের শহর কলকাতা ,আনন্দের শহর কলকাতা। ভারতবর্ষ তো বটেই গোটা বিশ্বজুড়ে কলকাতা বিভিন্ন দিক দিয়ে পরিচয় পেয়েছে। কলকাতা বলতেই প্রথমে যে বিষয়টির নাম মাথায় আসে তা হলো বাংলা সাহিত্য এবং সাহিত্যিক। সাহিত্যের দিক থেকেও বেশ সমৃদ্ধশালী স্থান হলো আমাদের কলকাতা। প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন সাহিত্যিক, প্রাবন্ধিক, কাব্যিকের কলমে উঠে এসেছে কলকাতার বিভিন্ন জায়গার, বিভিন্ন ইতিহাসের নাম।তবে কলকাতা নিজে একটা 'খাসা নামের জেলা' হলেও কলকাতার ভেতরে এমন বহু জায়গা রয়েছে যাদের আলাদা আলাদা কিছু পোশাকি নাম রয়েছে। আর এইসব পোশাকি গাল ভরা নামের পেছনে রয়েছে এক একটি অজানা ইতিহাস। এই সমস্ত ইতিহাস জানলে চোখ কপালে উঠতে বাধ্য। আর সে সমস্ত ইতিহাস কয়জন জানে সেটাও হাতেগুণে বলে দেওয়া সম্ভব। হয়তো কলকাতাতে থেকে আপনি নিজেও এই বিভিন্ন অঞ্চলের নামের ইতিহাস জানতেন না। আর যদি জানেন তাহলে আরো একবার ঝালিয়ে নিন আমাদের সঙ্গে।
কলকাতা মূলত তিনটি ভাগে বিভক্ত। আসলে এই ভাগটা আমরা নিজেদের সুবিধার জন্যই করে নিয়েছি। উত্তর কলকাতা, মধ্য কলকাতা এবং দক্ষিণ কলকাতা। তাই শুরুটা প্রথম থেকেই হোক। চলুন আজ আমরা উত্তর কলকাতার কিছু জায়গার নাম নিয়ে সবিস্তারে আলোচনা করি...
উত্তর কলকাতার শুরুটা হয় বাগবাজার দিয়ে। এই সুন্দর মিষ্টি ডাক নামের পেছনে যে ইতিহাস থাকতে পারে এটা অনেকেই জানাতেন না। এবার বলি এই বাগবাজার নামটা হঠাৎ করে কিভাবে এলো। কেন বাগবাজার অন্য কোন বাজার নয়! প্রথমে বলি বাগবাজার বলতেই আমাদের সবার মনে যে নাম দুটো প্রথমে ভেসে ওঠে সেটা হল রামকৃষ্ণ পরমহংসদেব এবং সারদামণি। কারণ মা নিজের শেষ জীবনটা কাটিয়েছিলেন এই বাগবাজারেই। আর এই বাগবাজারে তার বাড়ি মায়ের বাড়ি নামে পরিচিত। বর্তমানে যেখানে বহু দর্শনার্থী ভিড় জমান। তবে এই বাগবাজার নামটা এসেছে তারও বহু বছর আগে। আসলে 'বাগ' শব্দটা একটি পারসি শব্দ। যার বাংলা মানে ' বাগান'। বর্তমানে যেখানে বাগবাজার সেখানেই একসময় অবস্থিত ছিল ইংরেজ সাহেব পেরিনের বিশাল বাড়ি। আর সেখানেই ছিল একটি বড় বাগান। পরবর্তীকালে তার মৃত্যুর পর ১৭৫২ সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বাড়িটি নিজেদের কায়েমে আনেন। এবং এই বাগানটি কিনে নেন। যে বাগানটি বিস্তৃত ছিল প্রায় হুগলি নদী পর্যন্ত। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুরো ব্যবসা-বাণিজ্যটাই চলতো হুগলি নদীকে কেন্দ্র করে। তবে ব্যবসার জন্য বহু ইংরেজ সেখানে বসতি শুরু করে। আর সেখানে বসবাসের জন্য একটি বাজারের প্রয়োজন ছিল তাই। তাকে কেন্দ্র করে গড়ে উঠতে থাকে একটি বাজার। পেরিন সাহেবের ওই বাগান এবং হুগলি নদীর বাঁকে গড়ে ওঠা এই বাজার। সব মিলিয়ে এই জায়গার নাম পরিবর্তন হয়ে হয় বাগবাজার। তবে এটাই যে একমাত্র কারণ এমনটা নয়, এর মতভেদ রয়েছে।
কলকাতার বিভিন্ন অঞ্চলে এমনই বিভিন্ন নামের ইতিহাস রয়েছে। যার প্রত্যেকটার খোঁজ নিয়ে আসবো আমরা জানাবো আপনাদের। তাই সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion News Time।