পৃথিবীর সর্ববৃহৎ পিরামিড কোথায় অবস্থিত?
সিনেমা থেকে উপন্যাস সর্বত্রই মৃতের রাজ্যের রাজকীয় স্থাপত্য এই পিরামিড-কে ঘিরে থাকে রহস্যের এক গাঢ় চাদর।অনেকেই হয়তো মিশরের এই রহস্যময় স্থাপত্যকে সশরীরে চাক্ষুষ করার সুযোগ পাননি। কিন্তু টেলিভিশনের দৌলতে পিরামিড এখন বহু মানুষের কাছে পরিচিত একটি স্থাপত্য। শুধু টেলিভিশন কেন বাংলা সাহিত্যেও বার বার ফিরে ফিরে এসেছে মিশরের পিরামিডের রোমহর্ষক কাহিনী। তবে জানেন কি মিশর কিন্তু আদৌ পিরামিডের শহর নয়। ইজিপ্টের থেকেও অন্য একটি দেশে রয়েছে দুশোরও বেশি পিরামিড। ইজিপ্টের প্রতিবেশী দেশ সুদান পৃথিবীর একমাত্র জায়গা যেখানে সবথেকে বেশি পিরামিড রয়েছে। ইজিপ্টে রয়েছে ১৩৮ টি পিরামিড। সেই জায়গায় সুদানে রয়েছে ২০০ থেকে ২৫৫ টি পিরামিড। সুদানের পিরামিডগুলি তৈরি করেছিলেন কুশ রাজবংশের সদস্যরা।
নীল নদের ধারে খ্রিস্টপূর্ব ১০৭০ সালে নির্মাণ করা হয়েছিল এই পিরামিডগুলো। যদিও ইজিপ্টে যে পিরামিডগুলি রয়েছে তা ৫০০ বছর আগের স্থাপত্যের সাক্ষী বহন করে থাকে। সময়কালের পার্থক্য থাকলেও সৌধ নির্মাণের কারণ অবশ্য একই । মৃত ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে পিরামিডগুলি। যদি উচ্চতার কথা বলা হয় সেক্ষেত্রে কিন্তু ইজিপ্টের পিরামিড এগিয়ে। সুদানের পিরামিডগুলো যেখানে ৬ থেকে ৩০ মিটার উচ্চতা বিশিষ্ট, সেখানে ইজিপ্টের পিরামিডের উচ্চতা ১৩৮ মিটার। তবে এখানেও রয়েছে টুইস্ট। অনেকেই মনে করেন পৃথিবীর সবথেকে উঁচু পিরামিড হাই স্ফিংসের পিরামিড। এই তথ্যও কিন্তু একেবারে ঠিক নয়। কারণ পৃথিবীর সবচেয়ে উচু পিরামিড রয়েছে মেক্সিকোয়। গ্রেট পিরামিড অব চলুলা। যা রয়েছে একটি পর্বত এর পিছনে।
পিরামিডকে কেন্দ্র করে এখনও হয়ে চলেছে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা। লোকের মনে মিশর নিয়ে রয়েছে নানান প্রশ্ন। বিংশ শতাব্দীতেও পিরামিডকে নিয়ে মানুষের মনে দানা বেঁধে রয়েছে রহস্য এবং কৌতূহল।মিশর নিয়ে সাধারণ মানুষের মধ্যে যাও-বা চর্চা হয়েছে, সুদান কিংবা মেক্সিকো সম্পর্কে মানুষের ধারণা অনেকটাই কম। তাই পরিসংখ্যানগত ত্রুটিও রয়েছে কিছু। তাই সবটা জানার পর এখন বলা যেতেই পারে, পিরামিডের দেশ আসলে সুদান, ইজিপ্ট নয়। এবং সবচেয়ে বড় পিরামিড রয়েছে মেক্সিকোতে,ইজিপ্টে নয়।
সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের BENGAL FUSION NEWS TIME চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।