মরশুমের সেরা ঘরোয়া নাইট গ্লো ক্রিম

সময় কিন্তু পরিবর্তন হতে শুরু করে দিয়েছে সেই সঙ্গে গাছের পাতাও ঝরে পড়তে শুরু করে দিয়েছে। শীত প্রায় শেষের মুখে আর একটা গরম ভাব কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে পরিবেশে। আর এই সময়টা ভীষণভাবে খারাপ। যেকোনো ধরনের অসুখ যেমন এই সময়টাই ভীষণভাবে হয় ঠিক সেই রকমই আমাদের ত্বকে এবং চলেও একটা বিশাল পরিবর্তন দেখা দেয়। এই সময়টা আমরা খুব চটচটে কোন ক্রিম যেমন লাগাতে পারি না তেমন একেবারে ফাঁকা ছেড়ে দিতে পারি না মনে হয় কিছু একটা হলে ভালো হতো।

Best creams for oily skin and pimples you must try in November 2023 | HT  Shop Now

 আর ঠিক এই সময়টাতেই ব্যবহার করা যায় এমন এক ঘরোয়া নাইট গ্লো ক্রিমের সন্ধান নিয়ে আবার হাজির হয়ে গেছি আমি। ঘরোয়া উপকরণের ওপর সবসময় ভরসা রাখার কথা এর আগেও বহুবার বলেছি। মরশুমের অন্যতম সেরা নাইট ক্রিমের কথা আজ বলবো। তবে এটা তৈরি করতে মূল যে উপকরণটি লাগবে সেটা একটু দামি। লাগবে সাফরণ অর্থাৎ কেশর।  তিন চারটে কেশরকে একটা ব্লটিং পেপারে নিয়ে ভালো করে এপিটোপিট করে নিতে হবে। তাতে কেশর গরম হবে কিন্তু পুড়ে যাবে না। সেটা নাভিয়ে নিয়ে তার সঙ্গে মিশিয়ে নিতে হবে এক চামচ মত গোলাপজল। অল্প একটু গ্লিসারিন এবং  আমন্ড অয়েল। সঙ্গে মিশিয়ে নিতে হবে এক চামচ অ্যালোভেরা জেল। সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিলে দেখা যাবে ক্রিমের মতন থকথকে একটা উপকরণ তৈরি হবে। এরপর এটাকে প্রত্যেকদিন নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে হবে। তবে এটা যে কেবলমাত্র এই সময় ব্যবহার করা যাবে তাই নয় সময়টি নাইট ক্রিম হিসেবে ব্যবহার করা যেতে পারে এটি।

11 Amazing Benefits Of Using Night Creams

এই ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret
 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll