শীতকালে উজ্জ্বল ত্বকের জন্য DIY ক্রিম
শীতের হাওয়া বেশ জাঁকিয়ে বইতে শুরু করেছে ইতিমধ্যে। ঠান্ডায় প্রায় জমে যাওয়ার মতন অবস্থা। তবে এই শীতকালে কিন্তু আমাদের ত্বকের একটু বেশি যত্ন নিতে হবে। অন্যান্য সময়ের তুলনায় একটু বেশি শুষ্ক হয়ে যায় এই সময় আমাদের ত্বক এবং চুল। তাই সব সময় হাইড্রেট ময়েশ্চারাইজ রাখতে হবে স্কিনকে। কিন্তু অতিরিক্ত কেমিক্যালযুক্ত ক্রিম মাখার ফলে ত্বকের সমস্যা দেখা দেয় অনেকের। তাই আজকে বলবো একেবারে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা এক ঘরের ক্রিমের কথা। যা খুব সহজেই আমরা শীতকালে ব্যবহার করতে পারি এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে পারি।
প্রথমে যেটা লাগবে সেটা হল ভাতের মার। ভাতের ফ্যানটা উপরের কিছুটা অংশ ফেলে দিয়ে সামান্য ঘন একটু অংশ এক বাটির মতো তুলে রাখতে হবে। তারপর তাতে কয়েকটা গোলাপের পাপড়ি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। সঙ্গে সঙ্গে দেখা যাবে ফ্যানটা আরো বেশি ঘন হয়ে গেছে এবং রং পরিবর্তন করেছে। এরপর সেটাকে ভালো করে ছেঁকে নিয়ে তাতে মিশিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল এবং কয়েক ফোঁটা ভিটামিন ই ক্যাপসুল এর ভেতরের তেলটা। তারপর পুরো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে ধকধকে ক্রিমের মত হয়ে গেছে। এরপর সেটাকে একটা কাঁচের পাত্রে তুলে রেখে নিজের সুবিধার মতো ব্যবহার করতে হবে। তবে এই ক্রিম ব্যবহার করে সরাসরি রোদ্দুরে বেরিয়ে যাওয়া যাবে না। ঘরে যতক্ষণ থাকবেন তক্ষণই ব্যবহার করবেন।
এই ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন। সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret ।