ঘরেই তৈরি করুন প্রোটিন ভেষজ শ্যাম্পু

 বর্তমানে চুলের সমস্যায় অধিকাংশ মহিলারাই ভুক্তভোগী। মহিলা বলব কেন পুরুষরাও কিন্তু সমান ভাবে এই সমস্যা সম্মুখীন। তবে আজ বলবো এক প্রাকৃতিক প্রোটিন ভেষজ শ্যাম্পু। আমাদের অনেকেরই চলে সপ্তাহে দু-তিনবার শ্যাম্পু দেওয়ার অভ্যাস থাকে। তাদের জন্য ভীষণ ভালো। আবার যারা চুল নিয়ে বেশি যত্নশীল তাদের জন্য ভীষণ ভালো এই শ্যাম্পু। এবার বলি কোন উপায় তৈরি করা যাবে এটি।

How to make herbal shampoo at home with common kitchen ingredients | The  Times of India

 আমাদের একটু পেছনে পিছিয়ে যেতে হবে। আমাদের আয়ুর্বেদিক পদ্ধতির ওপর আবার ভরসা করতে হবে। আয়ুর্বেদিক এর দোকান থেকে আমাদের শুকনো আমলকি, রিঠে এবং শুকনো শিকাকাই কিনে আনতে হবে। এছাড়া যদি কেউ পাউডার ব্যবহার করতে চান সেক্ষেত্রেও করতে পারেন। প্রথমে বলি যদি পাউডার কিনে থাকেন তাহলে কিভাবে ব্যবহার করবেন। তিনটে পাউডারকে এক চামচ করে একটি পাত্রে মিশিয়ে নিয়ে তারপর তাতে এক চামচ চালের গুঁড়ো এবং এক চামচ ফ্লেক্স পাউডারের গুঁড়ো নিয়ে লোহার কড়াইতে ভালোভাবে ফোটাতে হবে। যতক্ষণ না সেটা থক থকে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা নাড়িয়ে যেতে হবে। তারপর ঠান্ডা হলে কোন কাঁচের পাত্রে সেটা তুলে রাখুন।

Pin on DIY

 এবার বলে যদি আমলকি রিঠে এবং শুকনো শিকাকাই কিনে আনেন তিনটি জিনিসকে সারা রাত জলে ভিজিয়ে রেখে পরের দিন ভালো করে হাতে করে চটকে নিয়ে তার মধ্যে ফ্লেক্সপাউডার এবং চালের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। যদি মনে করেন শেষ দুই উপকরণ বাদ দেবেন তাহলে আমলকি রিঠে এবং শিকাকাই দিয়েও শ্যাম্পু তৈরি করতে পারেন। তবে যেহেতু এটি প্রাকৃতিক শ্যাম্পু  খুব বেশি ফেনা এতে কিন্তু হবেনা। তবে চুল সম্পূর্ণ পরিষ্কার হবে। আর যদি কারোর চুলে প্রত্যেকদিন তেল মাখার অভ্যাস থাকে সেক্ষেত্রে তাকে আগে বাজার চলতি শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে নিতে হবে তারপর এই প্রাকৃতিক প্রোটিন ভেষজ শ্যাম্পু ব্যবহার করতে হবে।

4 Homemade Shampoos for Hair Loss (Save your Hair) - hair buddha

 এ ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret সাবস্ক্রাইব করুন।
 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll