শরীর ও মুখের কালো ছোপ দূর করতে...

ব্রণ বা পক্সের পর অনেকেরই মুখে কালো দাগ ছোপের সৃষ্টি হয়। কিছু ক্ষেত্রে সেই দাগগুলি এত জেদি হয়ে যায় যে কোনভাবেই ওঠে না।  তবে বাজারের কেমিকাল মেশানো পণ্য যখন হেরে যায়  তখন ঘরোয়া পদ্ধতি অবশ্যই সব সময় কাজে আসে। এক্ষেত্রেও ঘরোয়া পদ্ধতি ব্যবহার করাই ভালো। আর তাতে মুখের ত্বকও ভীষণ ভালো থাকে। প্রথমে যেটা করতে হবে সেটা হল এক চামচ কাঁচা দুধ এবং কয়েক ফোটা পাতি লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর একটা তুলোতে নিয়ে সেটা ভালো করে গোটা মুখে বিশেষ করে যেখানে দাগ রয়েছে সেখানে লাগিয়ে রাখতে হবে। এটা রাতে শোয়ার আগে করলে ভালো হয় কারণ যতক্ষণ রাখতে পারবে ততক্ষণই উপকার হয়।

black 2_0.jpg

 তারপর ওটার মধ্যে না ধুয়ে এক চামচ দুধ , এক চামচ গুঁড়োদুধ এবং অল্প চন্দন পাউডার ভালোভাবে ওই দাগের ওপর লাগিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। তবে এক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে কারণ যেহেতু গুঁড়ো দুধ রয়েছে সেক্ষেত্রে মাটিতে অথবা বিছানায় সেটি পড়তে পারে শুকিয়ে গেলে। তারপর ভালোভাবে ধুয়ে নিতে হবে জায়গাটা। এই পদ্ধতিতে গেল এবার প্রত্যেক দিনের ফেসওয়াশের সময়ে স্নানের আগে অল্প দুধ এবং তাদের এক চামচ চালের গুড়া মিশিয়ে নিন। এটা অনেকটা স্ক্রাবারের মতো কাজ করে। যদি চালের গুঁড়ো না নিতে চান তাহলে দুধের মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে নিন। প্রয়োজন মনে করলে তাতে পাকা কলা বা পাকা পেঁপে যোগ করে নিতে পারেন। এটা কিন্তু ত্বকের কালো দাগ দূর করতে ভীষণ উপকারী।

milk_0.jpg

 

এবারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret  সাবস্ক্রাইব করুন।
 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll