সব বয়সেই চুল কালো করার অব্যর্থ উপায়

বর্তমানে যেভাবে আমরা জীবন যাপন করে তাদের অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় সময়ের আগে আমাদের চেহারায় বার্ধক্য দেখা দেয়। কিছু কিছু ক্ষেত্রে তো দেখা যায় অনেক অনেক ছোটদেরও অনেক কম বয়সে চুল পেকে যায়। যদিও কিছু ক্ষেত্রে সেগুলি লিভারের সমস্যা বা হরমোনাল সমস্যা থেকেও হয়। তবে অল্প বয়সে চুল পেকে যাওয়া দেখতে খুবই খারাপ লাগে। তবে সব বয়সেই চুল কালো রাখার জন্য উপায় রয়েছে আমাদের হাতের কাছে।

woman-856125_1280_0_0.jpg

 আজ যে উপায় বলবো সেটা যে কোন বয়সের যে কেউ নিজের চুলকে ভালো রাখতে এবং কালো রাখতে ব্যবহার করতে পারেন। তার জন্য প্রথমেই লাগবে সর্ষের তেল। হ্যাঁ সরষের তেল আমাদের চুলের জন্য সত্যিই ভীষণ ভালো। এটি চুলের গোড়া মজবুত করে চুলকে স্বাস্থ্যজ্জল বানায় এবং চুল কালো রাখে। আড়াইশো গ্রাম মতো সরষের তেল নিতে হবে। সেই সঙ্গে নিতে হবে আরো কয়েকটি উপাদান। প্রথমেই লাগবে সজনে পাতার গুঁড়ো সেই সঙ্গে লাগবে আমলা পাউডার, মেথি পাউডার এবং মেহেন্দি পাউডার। প্রত্যেকটি জিনিসই চুল কালো করতে ভীষণভাবে উপকারী। তবে মনে রাখতে হবে এটি একটি আয়ুর্বেদিক তেল। কখনোই ম্যাজিকের মত একদিনে কাজ করবে না। দীর্ঘদিন  ব্যবহারেই এর ফলাফল চোখে পড়বে।

olive-oil-356102_1280_0.jpg

 এবার বলি কিভাবে এই তেল তৈরি করবেন। এই তেল তৈরি করতে যে জিনিসটা লাগবে সেটা হল লোহার কড়া। লোহার কড়া আমাদের অনেকেরই বাড়িতে থাকে। যদি না থাকে তাহলে কিনে নিতে হবে এই তেল তৈরির জন্য। কড়াইতে সর্ষের তেলটা পুরোটা দিয়ে একটু গরম করে নিতে হবে। তারপর আস্তে আস্তে অল্প অল্প করে পাউডার গুলো মেশাতে হবে এক চামচ করে। ভালোভাবে অল্প আঁচে ফুটিয়ে নিয়ে তেলটা কে ঠান্ডা হতে দিতে হবে এবং একটা কাঁচের পাত্রে ঢেলে রাখতে হবে। প্রত্যেকবার ব্যবহারেই তেলটা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তারপর গোড়ায় গোড়ায় এবং চুলে লাগিয়ে নিতে হবে। প্রতিদিনের ব্যবহারে ফলাফল পাওয়া যাবে।

 

এ ব্যাপারে বিশদে জানতে নিচের লিঙ্কটি ক্লিক করুন আর সেই সঙ্গে আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret সাবস্ক্রাইব করুন।
 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll