সহজেই চুল লম্বা করার অভিনব পদ্ধতি
কার না ভালো লাগে বলুন তো লম্বা চুল। আর এই লম্বা চুল পাওয়ার জন্য আমরা কত কিছুই না করে থাকি। তবে সব থেকে ভালো উপায় কিন্তু থাকে আমাদের হাতের কাছে কিন্তু সেটাই আমরা সবথেকে শেষে ব্যবহার করি। তাই আমাদের ফলাফল পেতেও বেশ কিছুটা সময় লেগে যায়। আমার সব সময় যে কোন কিছুর জন্য বাজারে কেমিক্যাল যাতো পদার্থের ওপরে বেশি ভরসা করে ফেলি। আর তাতে আমাদের চুল বা ত্বক সবকিছুর ক্ষতিটা বেশি হয়।
তবে এবার ১০০ শতাংশ কার্যকরী ঘরোয়া পদ্ধতিতেই চুল কিভাবে অভিনব পদ্ধতিতে লম্বা করা যায় তার উপায় বলবো। আর তার জন্য সামান্য দুটো জিনিস লাগবে যে টা খুব সহজেই আমাদের প্রত্যেকের বাড়িতেই পাওয়া যায়। প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হল চাল অর্থাৎ আমরা প্রত্যেকদিন যে ভাত খাই সেই চাল সেই সঙ্গে লাগবে সামান্য মেথি। এবার দুটো জিনিসই এক টেবিল স্পুন করে এক কাপ জলে ভিজিয়ে রাখতে হবে সারা রাত। পরের দিন সকালে উঠে সেই জলটাকে ছেঁকে নিতে হবে প্রথমে তারপর অল্প জল সহ ওই চাল এবং মেথি দুটোই ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। সারারাত ভিজে থাকার জন্য এটা ফুটে যাবে এবং নরম হয়ে যাবে। তারপর সেটা গ্যাস থেকে নামিয়ে হাতে করে সম্ভব হলে হাতে চটকে নেবেন না হলে মিক্সিতে পেস্ট করে নেবেন। এবার ওই পেস্টটা চুলের গোড়াতে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। ভয় পাওয়ার কিছু নেই চাল এবং মেথি দুটো জিনিসের ভীষণ হরহরে তাই একটু হয়তো অন্যরকম মনে হতে পারে। এক ঘন্টা ভালোভাবে লাগিয়ে রাখার পর যে কোন কেমিক্যাল ফ্রি শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে মাথাটা। আর কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে হবে ওই জলটা।
তবে এক্ষেত্রে চাল এবং মেথি যেহেতু দুটোই বাজারের জিনিস তাই আগে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর সেটাকে ভিজিয়ে রাখা উচিত। কারণ বিভিন্ন ধরনের ধুলো ময়লা থাকতে পারে চাল এবং মেথিতে। সপ্তাহে মাত্র একবার ব্যবহার করলেই দেখবেন আপনার চুল বাড়তে শুরু করেছে।
এ ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন সেই সঙ্গে আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret সাবস্ক্রাইব করুন।