চটজলদি জেল্লা পেতে ঘরোয়া পদ্ধতিতে অভিনব কফি ফেসমাস্ক

বিভিন্ন ধরনের ফেস মাস্ক আমরা ব্যবহার করি ত্বকের উজ্জ্বল্যতা ধরে রাখতে। কিরভা ক্ষেত্রে আমরা ঘরোয়া পদ্ধতি এর উপরেই ভরসা করে থাকি। কারণ ঘরোয়া পদ্ধতি অনেক বেশি নিরাপদ হয় যে কোন ত্বকের জন্য। এর আগে কফি দিয়ে ঝকঝকে করার একাধিক পদ্ধতি বললেও আজ বলবো একেবারে অভিনব এক পদ্ধতি। আর এর মাধ্যমে চটজলদি ত্বকে জেল্লা আসে। শুধু তাই নয় ফলাফল এতটাই তাড়াতাড়ি পাওয়া যায় যে চোখের সামনেই হাতেনাতে প্রমাণ পাওয়া যায়।

coffee-beans-g50e4960d3_1280_0.jpg

 তবে আজ টক দই ব্যবহারের কথা বলবো না। আজ কফির সঙ্গে যে জিনিস গুলি লাগবে সেটিও ঘরে সবার পাওয়া যায়। প্রথমেই লাগবে এক চামচ বেসন, তাতে হাফ চামচ কফি পাউডার এবং হাফ চামচ মধু। সেই সঙ্গে হাফ চামচ লেবুর রস। যাদের লেবুর রসের একান্তই সমস্যা রয়েছে তারা অল্প টক দই নিতে পারেন। তবে এক্ষেত্রে লেবুর রস ভীষণ উপকারী একটি উপাদান এই ফেশ মাস্কের জন্য। এবার পুরো মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে। আর ফলাফল যদি হাতের সামনে পেতে চান তবে অবশ্যই মুখের একটা দিক লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সঙ্গে সঙ্গে দেখবেন যেদিকটা ওই ফেস মাস্ক লাগাননি তার থেকে অন্য দিকটা অনেক বেশি ঝকঝক করছে।

woman-g6bcec0326_1280_0.jpg

এ ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকে ক্লিক করুন। একই সঙ্গে আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret সাবস্ক্রাইব করুন।
 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll