এবার চুলের ডগা ফাটার একমাত্র সমাধান
চুল ঝরে যাচ্ছে বা চুল সময়ের আগেই পেকে যাচ্ছে এই সমস্যায় আমরা বহু জন ভুক্তভোগী। বিভিন্ন রকমের পদ্ধতি ব্যবহারের পরেও কোনরকম ফলাফল পাওয়া যায় না। তবে এমন কিছু কিছু উপায় আমাদের হাতের সামনেই থাকে যেগুলি হয়তো আমরা জানি না যে কারণে সেই পথে হাটি না। যেমন চুলের জন্য জবা ফুল ভীষণ উপকারী এটা আমরা অনেকেই জানলেও ব্যবহার করে কয়েকজন। তবে জবা ফুল যে চুলের যাবতীয় সমস্যার পাশাপাশি আমাদের ত্বকের যাবতীয় সমস্যার মোকাবিলায় সিদ্ধহস্ত এটা আমরা অনেকেই জানতাম না।
তবে শুধুমাত্র যে জবা ফুল উপকারী এমনটা নয়, জবা পাতাও সমান উপকারী। তাই চুল এবং ত্বকের ব্যবহারে জবা ফুল এবং জবা পাতা দুটোই ভীষণ উপকারী। আর আজ জানবো তাদের যথাযথ ব্যবহার। যাদের হাতে সময় কম বা যারা বেশি সময় চুলের পরিচর্যায় দিতে পারবেন না তাদের জন্য প্রথমেই বলি কয়েকটা জবা ফুল এবং একটা কচি জবার পাতা একসঙ্গে বেটে নিয়ে অথবা মিক্সিতে পেস্ট করে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় লাগাতে হবে। এটি যে শুধুমাত্র চুলের গোড়া মজবুত করে তা নয় নতুন চুল গজাতেও সাহায্য করে।এটা গেল একটা পদ্ধতি। এবার বলি যারা একটু হাতের সময় নিয়ে বেশি সময় ধরে চুলের পরিচর্যা করতে চাইছেন তারা কয়েকটা জবাব ফুল এবং কয়েকটা জবার কচি পাতা একটু জলে ভালো করে ভিজিয়ে রাখুন। তারপর সেই জলটা ভালো করে ফুটিয়ে নিন। ফুলের রং আস্তে আস্তে পাল্টে যাচ্ছে তখন গ্যাসটা নিভিয়ে দিন। এবং সেই জল ভালো করে চুলের গোড়ায় এবং মুখে মেখে ফেলুন।
আবার যারা তেলের সঙ্গে ব্যবহার করতে চাইছেন তারা কয়েক ফোটা বিশুদ্ধ নারকেল তেলের সঙ্গে কয়েকটা জবা ফুল এবং কয়েকটা জবাপাতা হালকা আঁচে ফুটিয়ে নিন। জবা ফুলের রং আস্তে আস্তে ম্যারে হতে শুরু করেছে তখন তেলটা নাবিয়ে নিন এবং ঠান্ডা হতে দিন। তারপর ঠান্ডা হওয়ার পর ভালো করে চুলের গোরাতে লাগিয়ে নিন। এই তেল আপনি মুখেও ব্যবহার করতে পারেন ত্বকের পরিচর্যার জন্য। আসলে জবা ফুল এবং জবা পাতা দুটোই আমাদের ত্বকের এবং মাথার কোলাজিন ধরে রাখতে সাহায্য করে।
এই ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret সাবস্ক্রাইব করুন।