চুল পড়া বন্ধ করতে ১০০% রেজাল্ট

চুল পড়া বন্ধ করতে আমরা অনেকেই ঘরে তৈরি পদ্ধতির উপরেই ভরসা করে থাকি। কারণ বাজার থেকে কেনা জিনিসের অতিরিক পরিমাণে কেমিক্যাল থাকে যা আমাদের চুল পড়া বন্ধ হওয়ার বদলে আরো বেশি করে চুল পড়ে যেতে সাহায্য করে। সেই কারণে চুলের অকালে পড়ে যাওয়া বন্ধ করতে আমরা  মেথির উপর অনেকেই ভরসা করে থাকে।

girl-g28cf8c4cd_1280_0.jpg

 চুল পড়ে যাওয়া বন্ধ করতে এবং নতুন চুল গজাতে মেথি ভীষণভাবে উপকারী একটি উপাদান। যা আমরা খুব সহজেই বাড়ির রান্নাঘরে পেয়ে থাকে। তবে খাবার পাশাপাশি আজ বলবো মেথিকে তিন ভাবে ব্যবহার করার এক নতুন পদ্ধতি যার মাধ্যমে খুব সহজেই চুল পড়া বন্ধ করা সম্ভব। প্রথমেই বলবো কিংবা তিন চামচ মেথি যার যেমন চুল এই পরিমাণ মতো মেথি নিয়ে সারারাত সেটা জলে ভিজিয়ে রাখতে হবে। তার আগে মেথি তাকে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ  বাজার থেকে কিনে আনা মেথিতে পাউডার মেশানো থাকতে পারে। তাই ভালোভাবে ধুয়ে সেটাকে সারারাত জলে ভিজিয়ে রাখতে হবে।পরের দিন সকালে মেথিটাকে ভালোভাবে ছেঁকে নিয়ে সেই জলটা একটা স্প্রে বোতলের মধ্যে রাখতে হবে। আর ওই নরম হয়ে যাওয়া মেথি টাকে আরো এক কাপ মতো জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে মিনিট পাঁচেক। ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর মেথিটা আরো হয়ে যাবে এবং হাত দিয়ে একটু পিসলেই সেটা গলে কাই হয়ে যাবে। এবার তার মধ্যে এক থেকে দু টেবিল চামচ টক দই মিশিয়ে নিয়ে একটা পেস্ট বানাতে হবে। তারপর ওই পেস্ট চুলের কাজে ব্যবহার করতে হবে।

food-gee2619703_1280_0.jpg

 এবার বলি কোন পদ্ধতিতে এই গোটা জিনিসটা ব্যবহার করতে হবে। প্রথমে যে মেথি ভেজানো জল একটা স্প্রে বোতলে রাখা হয়েছে সেটাকে সারাদিনে অন্তত দুই থেকে তিনবার চুলের স্ক্যাল্পে স্প্রে করতে হবে। তারপর ওই দই দিয়ে মিশিয়ে রাখা পেস্ট মাথায় ভালোভাবে মেখে নিতে হবে গোড়া থেকে ডগা পর্যন্ত। ঘন্টাখানেক মত রেখে তারপর সেটা হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে। এতে যদি মেথি পুরোপুরি মাথা থেকে না যায় তাহলে ভয় পাওয়ার কোন কারণ নেই। এবার ওই ফুটিয়ে রাখা যে জল সেই জল কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে হবে চুলে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে চুল খুব জোরে জোরে ঘষলে চলবে না হালকা ভাবে মেসেজ করতে হবে। এই পদ্ধতি সপ্তাহে একবার মাসে দুবার মেনে চলতে হবে এক সপ্তাহে কিন্তু ব্যবহার করলে এর উল্টো বিপত্তি হতে পারে। তাই মাসে অন্তত দুবার নিয়ম মেনে এই পদ্ধতি মেনে চললে চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে।

 quark-g2f3bcf6a7_1280_0.jpg

এমনই বিভিন্ন পদ্ধতি আরো জানতে আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret টাইপ করুন এবং নিচের লিংকটি ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll