আধুনিক চিকিৎসায় রিহ্যাব কতটা প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ?
রিহ্যাব এখনো মানুষের মনে একটাই ধারণা রয়ে গেছে মদ্যপান অথবা ড্রাগ নেশাতে আসক্ত এমন মানুষদের জন্যই এই সমস্ত রিহ্যাব সেন্টার থাকে। কিন্তু সুস্থ জীবন যাপনের জন্য কিন্তু বহু রিহ্যাব সেন্টার গড়ে উঠেছে কলকাতায়। এমন এক প্রক্রিয়া যা আপনাকে সুস্থ জীবনে আবার ফিরে আসতে সাহায্য করে।হতেই পারে আপনি কোন বড়সড় দুর্ঘটনা অথবা রোগের শিকার হয়েছেন। যার ফলে আপনার চেনা জীবনের গতি কিছুটা হলেও থেমে গিয়েছে। কিন্তু এই রিহ্যাব সেন্টার আপনাকে সাহায্য করবে আবার জীবনের পুরোনো ছন্দ ফিরে পেতে। জেনে নিন ডক্টর মৌলি মাধব ঘটক এই রিহ্যাবের প্রয়োজনীয়তা নিয়ে কি বলছেন?
তার কথা অনুযায়ী আমাদের দেশে এই পদ্ধতি নতুন হলেও পাশ্চাত্য বিশেষ করে আমেরিকায় মানুষ এই ধরনের রিহাব সেন্টারের সঙ্গে ভীষণভাবে পরিচিত। সেখানে মানুষ চিকিৎসার জন্য ওষুধ পত্র থেকেও বেশি নির্ভর করে এই ধরনের সেন্টার গুলির ওপর। তারা এতটাই সুন্দরভাবে মানুষকে আবার পুরনো জীবনের ছন্দে ফেরত আসতে সাহায্য করেন যে কল্পনার বাইরে। তাই দীর্ঘ ২২ বছর ধরে কলকাতার বুকে এমনই এক রিহ্যাব সেন্টার চালিয়ে যাচ্ছেন ডক্টর মৌলি মাধব ঘটক।
কিন্তু কিভাবে কাজ করে এই রিহ্যাব সেন্টার গুলি? মনে করুন আপনার হার্ট অ্যাটাক হয়েছে কিংবা স্ট্রোক হয়েছে। যার ফলে আপনার হাঁটাচলায় বেশ সমস্যা দেখা দিচ্ছে। এই ধরনের রিহ্যাব সেন্টার গুলিতে আপনাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাকে পুরনো জীবনে ফিরে আসে সাহায্য করবে। বা ধরুন কোন মানুষ খুব মোটা হয়ে যাচ্ছে। তার থাইরয়েড, সুগার প্রেসার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তাকে যেমন ছিপছিপে হতে সাহায্য করবে ঠিক তেমনি ধীরে ধীরে তার রোগ নাড়া শরীর থেকে মুছে ফেলতেও সাহায্য করবে এই ধরনের রিহ্যাব সেন্টার গুলি।চিকিৎসা ওষুধ অপারেশন এর পাশাপাশি এই রিহ্যাব সেন্টার গুলি বর্তমানে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সাধারণ মানুষের জন্য।
তাই জীবনের গতিকে চলমান রাখতে এবং এই ব্যাপারে আরো বিশেষ তথ্য জানতে ক্লিক করুন নিচের লিংকে। একই সঙ্গে Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।