ত্বকের বয়স বেড়ে যাচ্ছে? চিন্তা নেই নিয়মিত এই পদ্ধতি ব্যবহার করলেই উপকার পাবে

আমাদের যেমন নিজেদের বয়স বাড়ে তেমনি আমাদের ত্বক চুল সবকিছুর বয়স বাড়ে। কিন্তু সেসব দিকে আমরা খুব একটা বেশি নজর দিই না। আবার নজর দিলেও ভাবি কিভাবে ত্বকের বয়স আটকানো যায়। কিন্তু ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে ত্বকের বয়সকে আটকে দেওয়া সম্ভব সেটা কি তোমরা জানো? তাহলে বলি আমাদের প্রত্যেকের বাড়িতেই এমন একটি উপাদান থাকে যার মাধ্যমে আমরা এই শক্ত কাজটা খুব সহজে করে ফেলতে পারি।

 potatoes-411975_1920_0.jpg

প্রথমেই বলি আলু। আলু এমন একটি উপাদান যার মধ্যে রয়েছে ত্বকের বয়সকে আটকে নেওয়ার ক্ষমতা। আমরা আলোটাকে প্রথমে কুঁড়ে নেব। তারপর ওই কোরআন ও আলোর নীচে দিয়ে যে রস বের হবে সেটাকে আলাদা বাটিতে তুলে রেখে দেব। এবার ওই কোরানো আলুর মধ্যে দুধের পাতলা সর ভালো করে মিশিয়ে নিয়ে গোটা মুখ এবং হাতে ভালো করে লাগিয়ে নিতে হবে। একটু স্ক্রাবারের মতো ঘষতে হবে। যখন শুকনো হয়ে যাবে তখন সেটা ধুয়ে নিতে হবে।

honey-823614_1920_0.jpg

 এরপর আলুর যে রস বেরিয়েছে সেটা উপর থেকে মোটা অংশটা তুলে নিয়ে তার মধ্যে একটু চালের গুঁড়ো এবং অল্প মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে খোলা অংশ লাগিয়ে নিতে হবে। শুকনো হয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে। এই পদ্ধতি যদি নিয়মিত ব্যবহার করা যায় অন্তত এক মাস তাহলেই ফলাফলটা চোখে পড়বে। দেখবে কত সহজেই ত্বকের বুড়োটে ভাবকে আটকানো গেছে।

 
 

এই ব্যাপারে বিশদ জানতে আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret  সাবস্ক্রাইব করুন এবং নিচের লিংকটি ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll