আপনার কি হাত-পা কাঁপে? চলাফেরায় অসুবিধা হচ্ছে? সাবধান হন। | Parkinson's Disease | Dr. Deep Das |

বয়স্কদের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় যে, তাদের হাত-পা কাঁপছে, হাতে আগের মত জোড় পাচ্ছে না। আপনার বুঝে ওঠার আগেই আপনার বাড়ির বয়স্ক মানুষটি শ্লথ হয়ে পড়েন। তবে আমরা এই হাত বা পা কাঁপা বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দিই না, বয়স বাড়লে হাত-পা কাঁপে এটা খুব স্বাভাবিক ব্যাপার আমরা সবাই জানি। তবে এই সমস্ত রোগীদের মধ্যে Parkinson's Disease নামে এক ধরণের সমস্যা তৈরী হয়।

man-513529_1920_0.jpg

• Parkinson's Disease এর প্রাথমিক লক্ষণ:

১) প্রাথমিক অবস্থায় হাত কাঁপা হলো Parkinson's এর লক্ষণ। কোনো কাজ না করেও যদি হাত কাঁপে তাহলে সেটাকে বলা হয় রেস্ট ট্রেমার। এটি Parkinson's এর চিহ্ন।

২) হাত সঞ্চালনে একটু অসুবিধা। স্বাভাবিক ভাবে হাতের চলাচল করাতে অসুবিধা হয়।

elderly-981400_1920_0.jpg

৩) এই রোগের রোগীদের ক্ষেত্রে হাঁটার সময় একদিকের হাত কম নড়াচড়া করে।

৪) কথা বলার গতি যদি কমে যায় বা হাতের লেখা সুন্দর ছিলো কিন্তু এখন বাজে হয়ে গেছে, তাহলে সেটাও এই সমস্যার একটি লক্ষণ।

old-man-1739154_1920_0.jpg

• চিকিৎসা পদ্ধতি:

Parkinson's Disease এর জন্যে ভয়ের কোনো কারণ নেই। এখন এই রোগের যথাযথ চিকিৎসা ব্যবস্থা আছে।

প্রাথমিক ক্ষেত্রে রোগীকে ওষুধ দেওয়া হয়। প্রথম দিকে ওষুধের পরিমান কম থাকে। কিন্তু পরে এর পরিমান বাড়ানো হয়, তাতে রোগী অবশ্য ভালো থাকে।

যাদের ক্ষেত্রে ওষুধে কাজ হয়না তাদের জন্যে রয়েছে ইনজেকশনের ব্যবস্থা।

এই রোগের ক্ষেত্রে অপারেশনের খুব বেশি দরকার পরে না। যদিও অপারেশন করা হয় তাহলে সেটা খুব কম সংখ্যাক লোকের হয়ে থাকে।

surgery-1822458_1920_0.jpg

• Parkinson's বংশানুক্রমে হতে পারে?

Parkinson's বংশানুক্রমে খুব একটা দেখা যায় না, ৪-৫% Parkinson's বংশানুক্রমে হতে পারে। তবে বেশির ভাগ ক্ষেত্রে এটা যে কাউর হতে পারে। বয়সের সাথে সাথে Parkinson's এর একটা যোগ আছে। কারণ আমাদের মস্তিষ্কে যে অংশ থেকে ডোপামিন হরমোন নির্গত হয়, সেই অংশটা ঠিক করে কাজ করে না বয়স বাড়লে।

woman-100343_1280_0.jpg

সুস্থ থাকুন, ভালো থাকুন। 

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll