বর্তমান পরিস্থিতিতে শিশুমন কি খুব বদমেজাজি হয়ে যাচ্ছে? কিভাবে বুঝবেন? এর উপায় কি? | Social Awareness | Bidhan Saha |
বর্তমান পরিস্থিতিতে আমাদের বাচ্চাদের মধ্যে ক্রমশ জেদ, রাগ বেড়ে যাচ্ছে। কথায় কথায় তারা চেঁচামেচি করছে। হিংসাত্বক হয়ে পড়ছে, মারকুটে হয়ে যাচ্ছে। কিন্তু কেন হচ্ছে? একবারও ভেবে দেখেছে! কোনো বাচ্চাই জন্মের পর থেকেই এই রকম জেদি বা বদমেজাজি থাকে না। আস্তে আস্তে তার চারপাশের পরিবেশ তাকে এই রকম তৈরী করে। আমরা বাবা-মা'রা যদি একটু এই বিষয় সচেতন হই বা সাবধান হই তাহলে অনেকটা ভালো ফল পেতে পারি।
• বর্তমানে বাচ্চাদের খেলাধুলা ঘোরাঘুরি অনেকটাই আমরা আটকে দিয়েছি। প্রথমত তাদের পড়াশোনা তার ওপর বাইরে এই মারণ ভাইরাস। ফলে তাদের বেশির ভাগ সময়ই বাড়িতে আটকে রাখি। ফলে তাদের দম আটকে যায় ঘরে থাকতে থাকতে।
• এগুলো ছাড়াও আমরা আমাদের বাচ্চাদের বিভিন্ন বিষয়ের জন্যে শাস্তি দিই। খাওয়ার জন্যে শাস্তি দিই, পড়ার জন্যে শাস্তি দিই, বিভিন্ন ছোটো ছোটো ভুলের জন্যে তাদের বকাঝকা করি এবং অনেক সময় গায়ে হাত তুলি। এই ভাবে একটি বাচ্চা আস্তে আস্তে ধ্বংসাত্বক হয়ে পড়ে। সে ভিতরে ভিতরে ভেঙে যায়।
• অনেক সময় বাবা-মা'র মধ্যে ঝগড়া, কখনো কখনো মারামারি বাচ্চাদের মধ্যে গভীর ভাবে প্রভাব ফেলে।
• বাবা-মা যদি বেকার হয় তাহলে বাচ্চারা এই রকম মারকুটে হয়ে যেতে পারে।
• অনেক সময় দেখা যায় বাচ্চারা যদি সমাজের থেকে স্নেহ ভালোবাসা না পায়, সমাজে অবহেলিত হয়, তাদের মধ্যে এই বদমেজাজি ভাব গড়ে ওঠে।
• এছাড়া, বাচ্চারা কি ধরণের কার্টুন দেখছে, বা মারামারি সংক্রান্ত কোনো অনুষ্ঠান দেখছে কিনা সে বিষয় একটু সচেতন হোন।
উপায়:
• বাচ্চাটিকে ভালোবাসুন, স্নেহ করুন, আদর করুন, অতিরিক্ত বকাঝকা অবিলম্বে বন্ধ করুন। শাসন অবশ্যই দরকার। যতটুকু প্রয়োজন শাসন করুন। তার ভুল গুলো তাকে ধরিয়ে দিন। কিন্তু চটপট গায়ে হাত তোলা, শাস্তি দেওয়া এগুলো বন্ধ করুন।
• বাচ্চার সামনে ঝগড়া করবেন না। কোনো বিষয়ের ওপর ভালো বিতর্ক হতেই পারে, সেক্ষেত্রে তাকেও তার মত প্রকাশের জন্যে বলতে পারেন।
• তাকে ভালোবেসে উপহার কিনে দিন। তবে কখনই তার জেদকে পশ্রয় দেবেন না।
• আপনার বাচ্চা কি দেখছে টিভিতে বা ফোনে সেগুলো খেয়াল রাখুন। যদি প্রয়োজন হয় তাহলে সেই সব চ্যানেলে লক করার ব্যবস্থা করুন।
• বাড়ির পরিবেশ এমন রাখুন যাতে আপনার বাচ্চা বুঝতে পারে যে, আমার বাবা-মা বা বাড়ির আরও যারা আছেন তারা সবাই একটা শৃঙ্খলাবদ্ধ জীবনযাবন করে। তাকে এটা বোঝান জীবনে বড়ো হতে গেলে কিছু শৃঙ্খলা মেনে চলতে হয়।
আপনার বাচ্চা এই সমাজের ভবিষ্যৎ। সেই ভবিষ্যতকে ভালো রাখা, সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আপনার আমার। আর আপনার সন্তান যদি নিজে ভালো তৈরী হয় তাহলে সে নিজের সন্তান বা প্রজন্মকে কিভাবে গড়ে তুলবে। একটা সুস্থ সমাজ গড়ে তুলতে হলে নিজের সন্তানকে আগে ভালো করে গড়ে তুলুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।
এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।