কিডনিতে পাথর (Stone) আছে বুঝবেন কিভাবে? কেন হয় পাথর এবং এর চিকিৎসা কি? | Kidney Stone | Dr. Kumar Gauraw |

আজকাল কিডনিতে পাথর হওয়া খুব সাধারণ একটা সমস্যার মধ্যে পরে যেটা প্রায় মানুষের মধ্যেই হয়ে থাকে। এই কিডনিতে পাথর হয় কেন? দেখা গেছে আমাদের দেশের জনসংখ্যায় জল কম খাওয়ার জন্যে এই সমস্যা হয়ে থাকে। এখন মানুষ এতোই ব্যস্ত যে জল খাওয়ার সময় পাচ্ছে না। যার ফলে প্রস্রাবর সমস্যা হচ্ছে। এটা ছাড়াও আরও অনেক গুলো কারণ আছে যেমন, খাদ্যভাস এবং কিছু খাদ্যের ফলেও হয়ে থেকে এই পাথর। তবে শরীরে জলের অভাব এটা মূল কারণ। এর সাথে সাথে বেশি পরিমানে ফাস্ট ফুড খাওয়ার জন্যে আমাদের শরীরের লবণের পরিমান বৃদ্ধি পাচ্ছে এবং প্রস্রাবটা বেশি মাত্রায় ঘন হয়ে গিয়ে এই পাথর জমতে সাহায্য করছে।

beef-kidney-ged68b05d2_1920_0.jpg

• কিভাবে বুঝবেন কিডনিতে পাথর আছে?

পিঠে ব্যথা, প্রস্রাবে রক্ত আসা, প্রস্রাবের সময় একটা অস্বাভাবিকতা অনুভব হওয়া, প্রস্রাবের সময় ব্যথা হওয়া। এগুলো কিডনিতে পাথর হওয়ার লক্ষণ। এই সমস্যা মূলত কুড়ি বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত বেশি দেখা যায়। তবে কোনো বয়সের সীমা নেই। যারা দীর্ঘদিন নানা সমস্যা ভুগছেন বয়সের ভারে তাদেরও হতে পারে।

stomach-pain-gc8cd94756_1920_0.jpg

• নির্ণয় পদ্ধতি:

বিভিন্ন পদ্ধতি আছে এই পাথর নির্ণয় করা যায়। সিটি স্ক্যান, আলট্রা সাউন্ড পদ্ধতি, লেজার পদ্ধতি ইত্যাদি পদ্ধতির মাধ্যমে কিডনিতে পাথর আছে কিনা নির্ণয় করা যায়। তবে কার জন্যে কোন পদ্ধতি প্রয়োজন সেটা চিকিৎসকের ওপর নির্ভর করে।

• নিরাময় পদ্ধতি:

কিডনিতে পাথর আছে মানেই তার চিকিৎসার দরকার আছে। এক্ষেত্রে অপারেশন সার্জারি, লেজার ট্রিটমেন্ট, মাইক্রো সার্জারি করা হয়। সেটা নির্ভর করে চিকিৎসার ওপর। তবে এখন লেজার ট্রিটমেন্ট এর মাধ্যমেই এই রোগের চিকিৎসা করা হয়। সেটা স্টোনের আঁকার যেমনই হোক না কেন। এর ফলে এক-দুদিনের মধ্যেই ছুটি পেয়ে যান এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। এছাড়া আরও অনেক পদ্ধতি আছে যেগুলোর মাধ্যমে খুব দ্রুত চিকিৎসা সম্ভব।

surgery-gfb6cf5091_1920_0.jpg

সুস্থ থাকুন, ভালো থাকুন। 

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll