পেটে ব্যথা কি কি কারণে হয়? অযথা পেইন কিলার খাবেন না। Stomach Pain | Dr. Agnivo Maity |

পেটে ব্যথা খুব সাধারণ একটা সমস্যা। আমাদের প্রত্যেকের কম-বেশি পেটে ব্যথা হয়। এটা বিভিন্ন কারণে হতে পারে। যার মধ্যে গ্যাসজনিত পেটে ব্যথা বেশি দেখা যায়। এক্ষেত্রে কিন্তু জেনে রাখা দরকার যে, সব পেটে ব্যথা কিন্তু গ্যাসজনিত নয়। যদি পেটের ওপরের দিকে মাঝখানে পেটে ব্যথা হয় তাহলে সেটা গ্যাসের জন্যে হচ্ছে। গ্যাসজনিত ব্যথা ছাড়া আর কি কি ব্যথা হতে পারে এবং কিভাবে সাবধান হবেন, জেনে নিন।

stomach-pain-gb3c977d8b_1920_0.jpg

• এক্ষেত্রে প্রথমেই একটা বিষয় জেনে রাখা ভালো যে, পেটে ব্যথা হলেই পেইন কিলার খেয়ে নেওয়া এটা সবসময় ঠিক নয়। পেটের মাঝখানে ব্যথা হলে সেটা হলো, গ্যাসজনিত ব্যথা। পেটের ডান দিকে ব্যথা হলে সেটা পাথরজনিত ব্যথা। কেউ যদি মদ্যপ হোন তাহলে যদি তার পেটের ব্যথা পিছন দিকে বিক্ষিপ্ত হয় তাহলে সেটা Pancreatitis Pain বলে মনে করা হয়। পেটের বাঁদিকে ব্যথা হলে সেটা ত্বকের কোনো সমস্যা বলে মনে করা হয়। পিঠের দিক থেকে ব্যথা পেটের দিকে প্রবাহিত শুরু করলে সেটা কিডনিতে স্টোনের লক্ষণ হতে পারে। পেটের নীচে ডান দিকে ব্যথা হলে সেটা অ্যাপেন্ডিক্সয়ের ব্যথা বলে মনে করা হয়। মহিলাদের ক্ষেত্রে প্রস্রাবের ইনফেকশনের জন্যে পেটে ব্যথা হয় আবার ঋতুস্রাব জনিত কোনো সমস্যা হলে পেটে ব্যথা হয়। যাদের নিয়মিত পেটে পায়খানা পরিষ্কার হয়না তাদের বাঁদিকে পেটের নীচের দিকে ব্যথা হয়, তাকে ওলাইটিস পেইন বলে। বিভিন্ন কারণে পেটে ব্যথা হতে পারে। তাই কথায় কথায় পেইন কিলার বা অ্যান্টাসিড খাওয়া বন্ধ করুন। প্রয়োজনে চিকিৎসকের কাছে যান।

crisis-ge5cbd2b9f_1920_0.jpg

• যারা ডায়াবেটিক রোগী বা যারা বয়স্ক মানুষ আছেন তাদের অনেক সময় পেটে ব্যথা হলে আমরা গ্যাসজনিত ব্যথা ভাবি। কিন্তু এই সময় একটু সাবধান হোন। অনেক সময়ই দেখা যায় যে, হৃদপিন্ডের নীচের দিকের দেওয়া স্ট্রোক বা হার্ট এট্যাক হলে সেই ব্যথাটা পেটে ব্যথা হিসাবে প্রকাশ পায়। তাই এই রকম পরিস্থিতিতে অবশ্যই চিকিৎসকের কাছে যান। এই সমস্যাটা বিশেষ করে ডায়াবেটিক রোগীদের মধ্যে দেখা যায়, কারণ তাদের মধ্যে পেইন সেন্সেশন বা ব্যথা অনুভব করার ক্ষমতা কম যায়। তাই তারা বুকে ব্যথা অনুভব না করে পেটে একটা অস্বস্তি অনুভব করে।

stomach-pain-g9e6d08645_1920_0.jpg

• পেটে ব্যথার ক্ষেত্রে ডোটাভেরিন জাতীয় ওষুধ বাড়িতে রাখুন। অসময়ে পেটে ব্যথা হলে সেটা অনেকটা উপকার দেবে। সচেতনতা বাড়ান এবং ছাড়িয়ে দিন সবার মধ্যে। সুস্থ থাকুন, ভালো থাকুন। 

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll