চীনের এই গ্রামে মেয়েদের চুল কাটা মানা, বিশ্বের দীর্ঘতম কেশের অধিকারীনির বাস এই গ্রামেই

মাথায় একঢাল ঘন লম্বা চুল প্রায় প্রায় প্রত্যেক মেয়েরই স্বপ্ন। কতই না সাহিত্য, গান, কবিতা রচিত হয়েছে যুগের পর যুগ ধরে মেয়েদের এই ঘন কেশকে কেন্দ্র করে। কিন্তু জানেন কি চীন দেশের একটি গ্রামে শখে নয়, মেয়েদের গ্রামের নিয়ম মানতে বাধ্য হয়ে লম্বা রাখতে হয় মাথার চুল। এমন নিয়ম লঙ্ঘনে শাস্তিও অনিবার্য। শুধু তাই নয় মেয়েদের এই খোলা চুল যদি কেউ  একবার দেখে ফেলে তাহলে তিন বছরের জন্য বিয়ে করতে হয় সেই নারীকে।  
beautiful-g342a7c677_1920_0.jpg

 পৃথিবীর এক অদ্ভুত দেশ হল চীন। এই দেশের নারীরা সুন্দর চুল এবং সুন্দর ত্বকের জন্য বিখ্যাত। তবে চীনের একটি প্রাচীন গ্রাম ওয়াংলুতে  রয়েছে এক অদ্ভুত নিয়ম। এই স্থানে প্রতিটি মহিলার চুল  দেড় থেকে দুই মিটারের বেশি লম্বা হয়।  চীনের এই গ্রামটি লম্বা চুলের গ্রাম নামেও পরিচিত। এই ছোট্ট গ্রামের মেয়েরা  জীবনে কেবলমাত্র একবার চুল কাটতে পারে। বিয়ের আগে 18 বছর হলে  তারা সেই চুল কাটতে পারেন। তবে চুল কাটার পর সেটি ফেলে দিতে পারেন না।ওই কাটা চুল কিশোরীদের  দিতে হবে বাড়ির সব থেকে বড় বা বয়স্ক মহিলাকে। এরপর এই চুল দিয়ে তৈরি অলংকার  ওই কিশোরীকে দেওয়া হবে তার বিয়ের দিন উপহার হিসেবে। দুই হাজার বছর ধরে এই নিয়ম চলে আসছে। 

woman-g045783891_1920_0.jpg

চীনের বেইজিং এ অবস্থিত ওয়াংলু নামের ছোট গ্রামটি  বিশ্বজুড়ে পরিচিত এখানকার নারীদের বড় চুলের জন্য।  এখানে নারীদের কাছে লম্বা কালো চুল শুধু সৌন্দর্যের প্রতীক নয়, তাদের ঐতিহ্যের অংশও বটে। এদের কাছে চুলের ধর্ম  শুধু বেড়ে যাওয়া। সারা জীবনে মাত্র এক বারই চুল কাটেন এনারা।  কয়েক যুগ আগেও এ গ্রামীণ নারীদের মধ্যে চুল নিয়ে বেশ রক্ষণশীলতা দেখা যেত। একসময় স্বামী সন্তান বা পরিবারের কেউ ছাড়া মেয়েদের খোলা চুলে চোখ রাখার অনুমতি পেতেন না বাইরের লোক। তখনকার দিনে সারা বছর নারীরা মাথায় ওড়না বেধে নদীতে চান করতে আসত। যদি কোন স্থানীয় বা বিদেশি রা তাদের চুল দেখার জন্য জোরাজুরি করতো  সে ক্ষেত্রে সেই নারীকে তিন বছরের জন্য বিয়ে করতে হতো সেই অপরিচিত ব্যক্তিকে। এটি ছিল শাস্তি। তবে পুরনো এই নিয়ম সময়ের সঙ্গে তাল  মিলিয়ে ভেঙে ফেলা হয়েছে। এখন এই গ্রামের নারীরা সবার সামনে উন্মুক্ত ভাবে নিজের চুলের প্রদর্শন করতে পারেন।  আপাতত এই লম্বা চুল বর্তমানে পর্যটক টানার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। 

সুস্থ থাকুন, ভালো থাকুন। 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion News Time চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll