বিদেশে পড়াশোনার ক্ষেত্রে কি ধরণের মানসিক প্রস্তুতি দরকার, জেনে নিন। | মনোবিদ কি বলছেন | Mental Health Awareness | Dr. Tanmoy Mitra |

বহু মানুষ আছেন যারা পড়াশোনার জন্যে বিদেশে যান বা যাওয়া ইচ্ছে রাখেন। ভালো শিক্ষা ব্যবস্থা, উন্নত পরিকাঠামোর চাহিদায় অনেকেই বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেন। তবে অনেক ছাত্র-ছাত্রীর বাবা-মা'রা এই বিদেশে পড়তে যাওয়ার বিষয়টা নিয়ে বেশ চিন্তিত থাকেন। তখন তারা মনোবিদের কাছে যান। আসুন জেনে নেওয়া যাক বিদেশে পড়াশোনার জন্যে কি ধরণের মানসিক প্রস্তুতি দরকার।

laptop-g763f43684_1920_0.jpg

• আমাদের দেশের ছাত্র-ছাত্রীরা যারা উচ্চমাধ্যমিক দেবে বা কলেজে পড়াশোনা করছেন তারা এই দেশে পড়াশোনা ব্যবস্থা ভালো হওয়ার সত্বেও বিদেশে যেতে চান। এই লক্ষ্য বা চাহিদা পূরণ করার জন্যে যে আপনাকে খুব মেধাবী হতে হবে তা নয়, মনোবিদরা মনে করেন যে, নিয়মিত পড়াশোনা করার একটা অভ্যাস থাকতে হবে। বিদেশে পড়াশোনা করার জন্যে অতন্ত হতে হয় না। ওখানে আপনি নিয়মিত পড়াশোনা করছেন কিনা, শ্রেণীতে যা পড়ানো হচ্ছে সেটা আমি নিয়মিত অনুশীলন করছেন কিনা, সে ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়। এক্ষেত্রে সেখানে ইউনিট পরীক্ষার বদলে সপ্তাহে একটা পরীক্ষা ব্যবস্থা আছে। এবং এখানে মূল্যায়ন ব্যবস্থাটাও অন্যরকম হয়। এক্ষেত্রে তারা নিয়মিত নজর রাখেন ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করছেন কিনা। ইংল্যান্ড এবং আমেরিকাতে নিয়মিত ক্লাস হয়, যদি ৪৫-৫০ মিনিটের ক্লাস হয় তাহলে পুরো ক্লাসটাই হয় কোনোরকম ফাঁকির জায়গায় থাকে না। বাড়িতে ফিরে নিয়মিত পড়াশোনা করার অভ্যাস রাখতে হবে।

man-gb9012cc35_1920_0.jpg

• বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে একটা মানসিক প্রস্তুতি লাগে। বিদেশে মানুষ একাকিত্ব অনুভব করতে পারে। বাড়ির লোকের থেকে দূরে থাকতে হয় এক্ষেত্রে তাই আগে থেকে একটা মানসিক প্রস্তুতি নিতে হয়। বিদেশে নিজের ব্যক্তিগত কাজকর্ম শেষ করে নিয়মিত পড়াশোনা করতে হয়। অনেক ক্ষেত্রে যদি ভালো বন্ধু-বান্ধব না পাওয়া যায় তাহলে বেশ সমস্যা দেখা দেয় এবং একটা একাকিত্ব ঘিরে আসে।  বিদেশে এমন অনেক জায়গা আছে যেখানে ভারতীয়দের সংখ্যা অনেক কম, তাই সহজে বন্ধুত্ব হওয়াটা বেশ চাপের ব্যাপার। তাই যে বাবা-মায়েরা তাদের সন্তানদের বিদেশে যাওয়ার ব্যাপার নিয়ে চিন্তিত আছে তারা অবশ্যই মনোবিদের কাছে যেতে পারেন।
book-gf750e287f_1920_0.jpg
সুস্থ থাকুন, ভালো থাকুন। 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll