সাফল্যের দরজায় পৌঁছেতে গেলে কয়েকটি বিষয় না বলতে শিখুন। | Social Awareness | Bidhan Saha |

আমাদের জীবনে সাফল্য খুবই ক্ষণস্থায়ী এবং এই সাফল্য পেতে গেলে আমাদের কঠিন পরিশ্রম করতে হয়। তবু বহু মানুষ আছে দিন রাত পরিশ্রম করেও সাফল্য অর্জন করতে পারছে না। জীবনে সাফল্য পেতে গেলে আমাদের কিছু বিষয় 'না' বলতে শিখতে হবে। সেই বিষয় আজকে আমরা জানবো।

tree-trunk-g49c53bd8d_1920_0.jpg

১) প্রথমেই নিজের ব্যর্থতায় অন্যকে দোষারোপ করা বন্ধ করুন। ভুলে যাবেন না আজ যাদের দোষারোপ করছেন তারাই আপনার ভালো সময়েও ছিলো আপনার সাথে।

২) নিজেকে ছোটো করা বন্ধ করুন। নিজেকে ছোটো করে সবার মন জয় করা বন্ধ করুন। সব সময় সবার মন জয় করা সম্ভব নয়।

৩) নিজের অসুবিধা করে অন্যকে হ্যাঁ বলবেন না। আপনার যদি সেক্ষেত্রে কোনো শারীরিক বা মানসিক সমস্যা হয় তাহলে না বলতে শিখুন।

no-g89ff39e1e_1920_0_0.jpg

৪) নিজেকে অবহেলা করা বন্ধ করুন। যাদের জন্যে আপনি পরিশ্রম করছেন তাঁদের পাশাপাশি আপনি নিজেরও যত্ন নিন। কারণ দিনের শেষে যদি আপনি দেখেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো লাগছে সেটা আপনারও ভালো লাগবে। নিজের মনেরও যত্ন নিন।

৫) তুলনা করা বন্ধ করুন। নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন। যদি তুলনা করতেই হয় তাহলে নিজের সাথে নিজের তুলনা করুন। আগের দিনের আপনিটার সাথে আজকের আপনার কতটা উন্নতি হয়েছে সেটা ভাবুন।

৬) সব সময় যে বর্তমনের সাথে চলবেন তা নয়। চেষ্টা করুন অতীতে করা ভুল গুলো থেকে শিক্ষা নিন। এবং অতীতে মাথা রেখে বর্তমানে চোখ কান খোলা রাখুন।

man-g9ad0dff57_1920_0.jpg

সাফল্য আজ আছে কাল নাও থাকতে পারে তাই তাকে ধরে রাখতে শিখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll