পৃথিবীর এক অদ্ভুত গুন সম্পন্ন প্রাণী জেব্রা

 প্রাণিজগতের এক অদ্ভুত এবং অসাধারণ গুণ সম্পন্ন প্রাণী হল জেব্রা। সাদাকালো ডোরাকাটা  প্রাণীগুলি বিশ্বব্যাপী পরিচিত। জেব্রা মূলত ঘোড়া এবং গাধার সমগোত্রীয় প্রাণী। প্রাচীনকালে গ্রীক এবং রোমানরা জেব্রাকে ঘোড়া বাগ বলতো। তবে অসাধারন সুন্দর এই প্রাণীগুলো আজ বিপন্ন। ভবিষ্যতে এটি টিকে থাকার সম্ভাবনা প্রায় তলানিতে ঠেকেছে। আজ আমরা জানবো জেব্রার কিছু অদ্ভুত গুন সম্পর্কে।

zebras-g1ba6ce7e0_1920_0.jpg

  জেব্রা মূলত পূর্ব এবং দক্ষিণ আফ্রিকার প্রাণী। আফ্রিকার সাভানা তৃণভূমি বনভূমিতে এদের দেখতে পাওয়া যায়। প্রাপ্তবয়স্ক জেব্রা সাধারণত 6 ফুট লম্বা হয়। তবে উচ্চতার দিক থেকে এরা ঘোড়ার থেকে কিছুটা ছোট। জেব্রার সবথেকে আকর্ষনীয় বিষয় হলো এদের গায়ের বর্ণ। তবে একটি জেব্রা থেকে আরেকটি জেব্রা যতই এক রকম দেখতে লাগবো গোলটা কিন্তু আদতে তারা এক রকম নয়। একটি জেব্রার গায়ে যে ধরনের ডোরাকাটা দাগ থাকে অন্য গায়ে সেইরকম ডোরাকাটা দাগ কখনোই দেখতে পাওয়া যায় না। অনেকটা মানুষের আঙুলের ছাপের মত।  জেব্রা মূলত তিন প্রকার পাহাড়ি সমভূমি এবং গ্রেভি। গ্রেভি জেব্রা সবথেকে সুন্দর দেখতে হয়। 1882 সালে তৎকালীন আবিসিনিয়ার রাজা  ফ্রান্সের রাজা    জুলস গ্রেভিকে এই জাতির জিব্রা উপহার দিয়েছিলেন। সেখান থেকেই এই জাতির জেব্রার নাম হয় গ্রেভি। তবে যত দিন যাচ্ছে তত গ্রেভি জাতীয় জেব্রার সংখ্যা হ্রাস পেয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে এদের রূপ। অফ হওয়ার কারণে মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং মানুষ সহজেই শিকার করে এদের। জেব্রা একটি সামাজিক প্রাণী।

zebra-gfac7e8d22_1920_0.jpg

এরা দলবদ্ধভাবে চলাফেরা করতে পছন্দ করে। এই জেব্রার পালের খুব চমৎকার একটি নাম রয়েছে। একদল জেব্রাকে একসাথে বলা হয় ড্যাজল। তবে অদ্ভুত এই প্রাণীগুলো আচরণে কিন্তু অদ্ভুত।  ঘোড়া বা গাধার মত জেব্রাকে পোষ মানানো যায় না। এদের রকচটা স্বভাবের কারণে বহু চেষ্টা করেও জেব্রাকে গৃহপালিত প্রাণী বানানো যায় নি। একটি জেব্রা জন্মের মাত্র 6 মিনিট পরেই দাঁড়াতে পারে। জন্মের 20 মিনিট পর হাঁটতে পারে এবং মাত্র 40 মিনিট পরেই দৌড়াতে পারে। এরা বেশ দ্রুত গতি সম্পন্ন প্রাণী। জেব্রা ঘণ্টায় প্রায় 65 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। জেব্রার প্রধান শত্রু হলো সিংহ এবং হায়না। সিংহ ও মতো অন্যান্য শিকারী পশু গুলো তাদের অন্যান্য শিকার খুব সহজেই ধরতে পারলেও জেব্রার ক্ষেত্রে তাদের যথেষ্ট পরিশ্রম করতে হয়। জেব্রার ডোরাকাটা চেহারা শিকারিদের বোকা বানানো বা ধোকা দেওয়ার জন্য প্রাকৃতিক কৌশল হিসেবে ব্যবহৃত হয়। একদল জেব্রা যখন একসাথে বসবাস করে তখন সিংহের চোখে ভ্রমের সৃষ্টি হয়। সিংহের কাছে জেব্রাকে বিশাল অতিকায় কোন ডোরাকাটা প্রাণী বলে মনে হয়। এই বিষয়টি কেবল মোশন ড্যাজল।  তবে জেব্রার গায়ের দাগ গুলো নিয়ে একটি প্রচলিত বিতর্ক রয়েছে। এগুলি আসলে কালোর ওপর সাদা দাগ নাকি সাদার উপর কালো দাগ। জেব্রার পেটের কাছে সাদা অংশ দেখে অনেকেই মনে করেন সাদার উপর কালো দাগ। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে  জেব্রা মূলত কালো রঙের প্রাণী।ভ্রণ অবস্থায় এদের গায়ের রং কালো থাকে এবং ধীরে ধীরে সাদা রঙের সৃষ্টি হয়।

zebra-gbfcaceb6f_1920_0.jpg

সুস্থ থাকুন, ভালো থাকুন। 

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion News Time চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll