কের উজ্জ্বলতা ফেরাতে আলুর রসের সঠিক ব্যবহার

আমাদের মেয়েরা বিশেষ করে যারা গৃহবধূ যারা নিজেদের শরীরের যত্ন নিতে আমরা প্রায় ভুলেই যায়। পরিবারকে দেখতে গিয়ে নিজেদের  স্বাস্থ্যের কথা আমরা মাথাতেই রাখিনা। আবার স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের যত্নটাও কিন্তু আমাদের নিতে হবে। আর ত্বকের যত্নের কথা বললেই মাথায় চিন্তার ভাঁজ পড়ে যায়। ত্বকের যত্ন নিতে গেলেই যে সব সময় পার্লারে যেতে হবে কিংবা দামি দামি ক্রিম কিনতে হবে এমনটা একেবারেই নয়। আমাদের ঘরেই এমন কিছু উপাদান থাকে যেটা দিয়ে আমরা খুব সহজেই আমাদের ত্বকের যত্ন নিতে পারি।

Top 10 Skin Care Brands in India | Benefits | Advantages and Disadvantages  of Using Skincare products

 আমাদের ত্বকে যাদের বলিরেখা পড়ে গিয়েছে যাদের কালো  দাগ রয়েছে অথবা সারাদিন কাজ করার ফলে মুখের ত্বকে একটা কালো ছোপ পড়ে যায়। সেই সবকিছু পরিষ্কার করার উপায় রয়েছে আমাদের হাতের মধ্যেই। এবং সেই প্রধান উপাদান হলো আলু। তবে এটা কিভাবে ব্যবহার করলে সমস্ত ফলাফল একবারে পাওয়া যাবে সেটাই আজ তোমাদের জানাবো।প্রথমে একটা ছোট সাইজের আলুকে ভালো করে ঘষে নিয়ে তার রসটা বের করে নিতে হবে। তারপর এতে দিতে হবে একটা পাতিলেবুর রস। দিতে হবে এক চামচ টক দই, লাগবে এক চামচ কফি পাউডার, হাফ চামচ নারকেল তেল এবং এক পুরো চামচ বেসন। তারপর পুরো মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে  মুখ হাত পা ও শরীরের যেখানে খোলা অংশ রয়েছে সেখানে মিশ্রণটাকে ভালোভাবে মেখে নেবে। তারপর পাখার তলায় ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করে পুরো জিনিসটাকে শুকিয়ে নিতে হবে। তারপর সোজা বাথরুমে গিয়ে  শুকনো জিনিসটাকে ঘষে ঘষে তুলতে হবে। কোনরকম জল ব্যবহার করা যাবে না। এতে দেখবে তোমাদের স্কিনের ডেড সেল অনেক তাড়াতাড়ি এবং সহজে উঠে আছে। তারপর সমস্ত প্যাক তোলার পর সেটাকে জল দিয়ে ধোবে। সপ্তাহে এক থেকে দুদিন যদি এটা কিন্তু দারুণ উপকার পাওয়া যাবে।

POTATO FACE GEL-SKIN CARE | FWD Life Magazine

 

এ ব্যাপারে বিশদে জানতে নিচের লিঙ্কটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret.
 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll